অগ্নিগর্ভ বেঙ্গালুরুর রাত নিয়ে অমিত শাহকে পোন কংগ্রেস নেতার! মুখ খুললেন পরিস্থিতি নিয়ে
বেঙ্গালুরুর কংগ্রেস নেতা শ্রীনিবাস মূর্তির বাড়ির সামনে ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ ও বিক্ষোভের ঘটনায় গোটা শহর আজ থমথমে। এদিকে ঘটনাকে সুপরিকল্পিত বলে দাবি করেছেন কংগ্রেস বিধায়ক । গোটা পরিস্থিতি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন।


এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের নিরাপত্তা আরও জোরদার করার বার্তা জানান ওই কংগ্রেস বিধায়ক। তিনি জানান গোটা ঘটনার তদন্ত যেন সিবিআই পর্যায়ে হয়। পরিস্থিতি নিয়ে মুখ খুলে এদিন শ্রীনিবাস মূর্তি জানান, ' এটা কোনও মিরাকেল যে আমি বেঁচে গেছি.. যখন ঘটনা ঘটেছিল তখন আমি বাইরে ছিলাম। এলাকার কিছু শুভানুধ্যায়ী আমায়েক ফোন করেন। সতর্ক করেন তাঁরা । ওঁদের জন্যই আমে বেঁচে যাই। পালিয়ে যেতে পারি। নয়তো মনে হচ্ছে না যে আজ আমি বেঁচে থাকতে পারতাম। '
এর আগে , বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠল বেঙ্গালুরু। কংগ্রেস বিধায়কের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জন পুলিসকর্মী। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিস। একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।