For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুর কয়েকটি সেরা পুজোর ছবি দেখুন একনজরে

কলকাতা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে লাখো লাখো বাঙালির বাস। একনজরে বেঙ্গালুরুর সেরা কয়েকটি পুজো।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে লাখো লাখো বাঙালির বাস। শহরের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি সমাজ নিজেদের এলাকায় একত্রিত হয়ে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে। বেঙ্গালুরুতে এখন পুজোর সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে। শুধু বাঙালিরাই নয়, দক্ষিণ ভারতীয়রা বাদে অন্য প্রদেশ থেকে আসা ওড়িশা, উত্তর ভারতের মানুষও সমানভাবে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়। একনজরে বেঙ্গালুরুর সেরা কয়েকটি পুজো।

বর্ষা-র পুজো

বর্ষা-র পুজো

এইচএসআর লে আউটের বর্ষা পুজো কমিটির পুজো প্রতিবারের মতোই এবারও দারুণভাবে পালিত হয়েছে। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল, খাওয়ার স্টল, অন্যান্য নানা দোকানের পসরা, সবমিলিয়ে বর্ষার পুজো একেবারে জমজমাট।

ইশা-র পুজো

ইশা-র পুজো

এইচএসআর লে আউটেই আর একটি পুজো হয়। ইশা কমিটির পুজোটি সবে তৃতীয় বছরে পড়েছে। তবে বয়সে নবীন হলেও উৎসাহের খামতি নেই উদ্যোক্তাদের মধ্যে।

ইন্দিরানগরের পুজো

ইন্দিরানগরের পুজো

বেঙ্গালুরুর অন্যতম পুরনো ও জনপ্রিয় এলাকা ইন্দিরানগরের বেঙ্গালি অ্যাসোসিয়েশনের পুজো এবারও ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে। বিশাল এলাকা জুড়ে একদিকে মণ্ডপ, অন্যদিকে খাওয়ার স্টল ও অনুষ্ঠানের মঞ্চ। শহরের সেরার সেরা পুজোর একটি এখানকার উদ্যোক্তারা করে থাকেন।

ইলেকট্রনিক সিটির পুজো

ইলেকট্রনিক সিটির পুজো

ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো বেশ ধুমধাম করে অনুষ্ঠিত হয়। এই এলাকায় প্রচুর বাঙালি থাকেন। আরও বেশ কয়েকটি পুজো হলেও এটি অন্যতম জনপ্রিয়।

কগদাসপুরা- পুজো

কগদাসপুরা- পুজো

কগদাসপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোর এবার ১২ বছর হল। একেবারে প্রথা মেনে ষষ্ঠী থেকে দশমী দেবীর পুজো হয়। অনেকটা এলাকা জুড়ে প্যান্ডেলের পাশাপাশি অনুষ্ঠানের মঞ্চ ও জমিয়ে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে।

জেপি নগরের উৎসব-এর পুজো

জেপি নগরের উৎসব-এর পুজো

বেঙ্গালুরুর এই অংশেও অনেক বাঙালি থাকেন। জেপি নগরের পুজো তাই হয় জমিয়েই। পুজোর চারদিন একেবারে কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়াও চলে সমান তালে।

বানেরঘাটা-র পুজো

বানেরঘাটা-র পুজো

খুব বেশিদিন না হলেও উৎসাহ ও উদ্দীপনায় এই পুজো বেশ হইচই ফেলে দিয়েছে। কাছের বিভিন্ন এলাকা থেকে বাঙালিরা এসে এখানে জড়ো হয়ে পুজো করেন। দিন দিন আরও বড় হয়ে উঠছে এই পুজো।

English summary
Bengaluru's best Durga Puja pandals, where you can enjoy puja away from home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X