For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্কে থাকবে কারেন্ট, দূরে রাখবে করোনা ভাইরাসকে! অত্যাধুনিক এই মাস্কের বিষয়ে জানুন বিস্তারিত

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের রেশ চলবে আগামী ২ বছর। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা। সেই পরিস্থিতিতে বাড়িতেও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাঁরা। এদিকে এই পরিস্থিতিতে করোনা রোধে স্ট্যাটিক ইলেকট্রিক মাস্ক তৈরি করার দিকে নজর দিলেন বেঙ্গালুরুর বিজ্ঞানীরা।

কারা বানাচ্ছেন এই অত্যাধুনিক মাস্ক?

কারা বানাচ্ছেন এই অত্যাধুনিক মাস্ক?

বেঙ্গালুরুর সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফ্ট ম্যাটার সায়েন্সের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কয়েকজন বিজ্ঞানী মিলে এই প্রয়াস শুরু করেছেন বলে জানা গিয়েছে। তাঁদের প্রস্তাব এরকম একটা মাস্ক তৈরি করা যাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকবে। এর থেকেই করোনা দূরে থাকবে।

কী ভাবে কাজ করবে এই মাস্কটি?

কী ভাবে কাজ করবে এই মাস্কটি?

জানা গিয়েছে করোনা ভাইরাসে নেগেটিভ চার্জ রয়েছে। এর থেকেই এই বিজ্ঞানীদের মাথায় এসেছে যে এরকম মাস্ক তৈরি করা হবে যার বাইরের আস্তরণে থাকবে পজিটিভ চার্জ। আর এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফলে দূর হবে করোনা ভাইরাস। এই মাস্ক ব্যবহারের আগে সেই বাইরের আস্তরণকে ভালো করে ঘষে নিলে তাতে পজিটিভ চার্জ তৈরি হবে। আর এর ফলে করোনা এই মাস্ক থেকে দূরে থাকবে।

করোনা নিয়ে স্বাস্থ্যদফতরের সতর্কবাণী

করোনা নিয়ে স্বাস্থ্যদফতরের সতর্কবাণী

এদিকে শুধু বাইরে নয় বাড়ির মধ্যেও ছড়াচ্ছে করোনা ভাইরাস। এমনই আশঙ্কার খবর শুনিয়েছে স্বাস্থ্য দফতর। কারণ বাইরে থেকে করোনা সংক্রামিত হওয়ার পর বাড়ির ভিতরে তাঁরা যখন যান তখন তাঁর পরিবারের লোকেদেরও করোনা সংক্রািমত হওয়ার সম্ভাবনা থাকে। তাই মাস্ক পরাটা সবসময়ের অভ্যাসে পরিণত করে ফেলতে হবে।

বাড়িতেও ব্যবহার করুন মাস্ক

বাড়িতেও ব্যবহার করুন মাস্ক

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাড়িতেও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। সামাজিক দূরত্বের অভ্যাস করার পাশাপাশি মাস্ক পরার অভ্যাস করাটাও জরুরি বলে জানিেয়ছেন তাঁরা। শুধু বাইরে নয় বাড়িতেও এটা মেনে চলতে হবে। কারণ শুধুমাত্র দোকানে বাজারে বা অনুষ্ঠানে মাস্ক পরলেও যে করোনা সংক্রমণ এড়ানো যাবে তা নয়। বাড়িতেও এটা ছড়াতে পারে।

English summary
Bengaluru researchers to invent static electric masks to repel COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X