For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু গণ শ্লীলতাহানি : পুলিশের হাতে এল 'বিশ্বাসযোগ্য' তথ্যপ্রমাণ, এফআইআর দায়ের

বেঙ্গালুরুর রাস্তায় বর্ষবরণের রাতে মহিলাদের গণ শ্লীলতাহানির ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। ঘটনায় পুলিশের অপদার্থতা ব্যর্থতা নিয়েও উঠেছে প্রশ্ন।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৪ ফেব্রুয়ারি : বেঙ্গালুরুর রাস্তায় বর্ষবরণের রাতে মহিলাদের গণ শ্লীলতাহানির ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। ঘটনায় পুলিশের অপদার্থতা ব্যর্থতা নিয়েও উঠেছে প্রশ্ন। এই ঘটনার তিনদিনের মাথায় পুলিশের দাবি শ্লীলতাহানির 'বিশ্বাসযোগ্য' তথ্যপ্রমাণ হাতে এসেছে, তাই এফআইআর দায়ের করা হয়েছে।[বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে 'গণ শ্লীলতাহানি' নিয়ে একথা বলতে পারলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী?]

বর্ষবরণের রাতে ১৫০০ পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে এত বড় ঘটনা ঘটল এই প্রশ্ন ওঠায় পুলিশকে জনরোষের মধ্যে পড়তে হয়। তারই জবাব এদিন বেঙ্গালুরুর নতুন পুলিশ কমিশনার প্রবীন সুদ একগুচ্ছ টুইটের মাধ্যমে দেন।[বেঙ্গালুরু: প্রকাশ্যে মহিলার শ্লীলতাহানি, পথচারীরা নীরব দর্শক, ধরা পড়ল ভিডিও ফুটেজ]

বেঙ্গালুরু গণ শ্লীলতাহানি : পুলিশের হাতে এল 'বিশ্বাসযোগ্য' তথ্যপ্রমাণ, এফআইআর দায়ের

একের পর এক টুইটে তিনি বলেন, "আমরা কথা দিয়েছিলাম অন্যায় অবরোধ, শ্লীলতাহানি, ছিনটাইয়ের বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে বের করা হবে, কথা রেখেছি।"[বেঙ্গালুরু শ্লীলতাহানি : বাবা আবু আজমির মন্তব্য ঢাকতে গিয়ে এষা গুপ্তকে কুৎসিত আক্রমণ ছেলের]

"এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ চুপচাপ নিজের কাজ করছে।"

কী তথ্য প্রমাণ হাতে এসেছে পুলিশের তা জানতে চাওয়া হলে পুলিশের সূত্রের তরফে জানানো হয়, এমজি রোডের ৪৫টি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং বেশ কয়েকটি আনকাট ভিডিও রয়েছে পুলিশের কাছে।

English summary
Bengaluru molestation: Police finds 'credible evidence,' registers FIR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X