For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে 'গণ শ্লীলতাহানি' নিয়ে একথা বলতে পারলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী?

বেঙ্গালুরুর জনবহুল রাস্তায় মহিলাদের গণ শ্লীলতাহানির ঘটনায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরার মন্তব্য "এই ধরণের ঘটনা হয়েই থাকে।"

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৩ জানুয়ারি : বর্ষবরণের রাতে বেঙ্গালুরু শহরের বুকে জনবহুল রাস্তায় মহিলাদের গণ শ্লীলতাহানি হয়েছে তার ছবিও রয়েছে। যা দেখে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরার মন্তব্য "এই ধরণের ঘটনা হয়েই থাকে।" এখানেই শেষ নয়, এই ঘটনার জন্য মহিলাদের পাশ্চাত্যের পোশাক অণুকরনকেই দায়ী করেছেন তিনি। মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ তাও অস্বীকার করেছেন তিনি।[তৃণমূলের কীর্তিমান দাদা-দিদিদের 'কথাকাব্য']

একসময় বেঙ্গালুরুকে মহিলাদের জন্য নিরাপদ শহরগুলির মধ্যে অন্যতম মনে করা হত। কিন্তু সময়ের সঙ্গে এই শহরেই ধর্ষণ, শ্লীলতাহানি, ইভ টিজিংয়ের ঘটনা বেড়েছে।[(ছবি) একনজরে দেখে নিন মুখ্যমন্ত্রী মমতার কিছু বিতর্কিত মন্তব্য]

বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে 'গণ শ্লীলতাহানি' নিয়ে একথা বলতে পারলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী?

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু টুইট করে বলেন, "কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন তা নিন্দনীয়। এই ধরনের লজ্জাজনক কাজের পর দোষীদের শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া যায় না। বেঙ্গালুরু অত্যন্ত সুন্দর শহর এবং মহিলারা সভ্য সমাজে নিরাপদ থাকে যাতে তার ব্যবস্থা নিতে হবে।"[Flashback 2016 : বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন যাঁরা]

বর্ষবরণ উপলক্ষে হাজার হাজার মানুষ ৩১ ডিসেম্বরের রাতে বেঙ্গালুরুর এমজি রোড, ব্রিগেড রোডে ভিড় জমিয়েছিলেন। ১৫০০ পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও বহু মহিলার শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার অভিযোগ উঠল।

এই প্রসঙ্গে পরমেশ্বরার উত্তর, "নিউ ইয়ার মানানোর এই গোটা সংস্কৃতিটাই গত কয়েকবছর ধরে চলে আসছে।"

পুলিশের অপদার্থতা তো বটেই রাজ্যের মন্ত্রীর এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেই মনে করছেন অনেকে। এই ধরনের নক্কারজনক ঘটনার দুদিন কেটে যাওয়ার পরও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

English summary
women in the heart of Bengaluru weeping after being molested on New Year's Eve. To which Karnataka Home Minister G Parameshwara responded that "these kind of things do happen". He also blamed young people for "copying the West" in how they dress in an interview to Times Now. He offered no apology for the police's failure to protect the women.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X