For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ ডিসেম্বর মিডনাইট ম্যারাথনের সাক্ষী থাকবে বেঙ্গালুরু

Google Oneindia Bengali News

২০ ডিসেম্বর মিডনাইট ম্যারাথনের সাক্ষী থাকবে বেঙ্গালুরু
বেঙ্গালুরু, ১৭ ডিসেম্বর : সমাজ সেবায় অর্থ সংগ্রহের ক্ষেত্রে ম্যারাথন অন্যতম জনপ্রিয় মঞ্চ। আগামী ২০ ডিসেম্বর বেঙ্গালুরু অষ্টম মিডনাইট ম্যারাথনের সাক্ষী থাকবে। এই অনুষ্ঠানের আয়োজন করছে রোটারি ব্যাঙ্গালোর আইটি করিজোর। সহযোগিতা করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ ১৫টি সংস্থা।

ম্যারাথনের বিভিন্ন প্রতিযোগিতা এবং তার সময়সূচী

কমিউনিটি রিলে বিকেল ৪ টেয় : এই রিলে দৌড়ে ৫ সদস্যের আলাদা আলাদা দল থাকবে। একটি দলের প্রত্যেক সদস্যকে ১ কিলোমিটার দৌড়ে ব্যাটন দিতে হবে পরের সদস্যকে।

আইটি সিটি ফান রান সন্ধ্যা ৬ টায় : এই প্রতিযোগিতা তাদের জন্য যারা দৌড়তে ভালবাসেন অথচ পেশাদার নন দৌড়ের ক্ষেত্রে। ৫ কিলোমিটারের এই দৌড়ে পুরো পরিবারও অংশ নিতে পারে।

ওয়ম্যান ১০ কে রান সন্ধ্যে সাড়ে সাতটায় : এই প্রতিযোগিতা মূলত মহিলাদের জন্যই আয়োজন করা হয়েছে।

ওয়ম্যান রিলে ৭ টা ৪৫ মিনিট : এই প্রতিযোগিতায়ও শুধুমাত্র মহিলারাই ভাগ নিতে পারবেন। এক্ষেত্রে মোট ৫ কিলোমিটারের জন্য ৮ সদস্যের একটি করে দল হবে।

টার্গেট ওপেন ১০ কে রান রাত ১০ টায় : এই দৌড়ে প্রতিযোগীরা ম্যারাথনের তারকা অ্যাম্বাসাডারদের সঙ্গে দৌড়নোর সুযোগ পাবেন।

ফুল ম্যারাথন রাত ১২ টায়: এটি ম্যারাথনের মূল প্রতিযোগিতা। বেঙ্গালুরুর বুরে ৪২.১৯৫ কিলোমিটার দৌড়তে হবে প্রতিযোগিদের।

কেয়ারওয়েল হাফ ম্যারাথন রাত ১২ টায় : এক্ষেত্রে ২১ মিটার দৌড়তে হবে প্রতিযোগীদের।

এয়ারবাস কর্পোরেট রিলে রাত ১২ টা ১৫ মিনিটে : বেঙ্গালুরুর কর্পোরেট জগতের জন্য এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ৮ সদস্যের দল অংশগ্রহণ করতে পারবে।

এই ম্য়ারাথনের মাধ্যমে সংগৃহীত টাকা আরবিআইটিসি নজরে থাকা চারটি প্রকল্পে খরচ করা হবে। সরকারি স্কুল, গ্রামের উন্নয়ন সাধন, শিক্ষা এবং পেয় জল প্রকল্পে খরচ হবে। ৭ ডিসেম্বর প্রাক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ওল্ড এয়ারপোর্ট রোডে। এই অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়হীন পশুপাখিদের নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

English summary
Bengaluru midnight marathon to be held on December 20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X