For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জগিং-এর সঙ্গে সঙ্গে প্লাস্টিক সাফাই অভিযান, বেঙ্গালুরু পারলেও কলকাতা কেন পারছে না

জগিং-করতে করতে তুল নাও রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক। এর জন্য সঙ্গে একটা থলে নিয়ে নিলেই হল। যেখানেই প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পাওয়া যাবে তা থলিতে ভরে নেওয়া।

Google Oneindia Bengali News

জগিং-করতে করতে তুল নাও রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক। এর জন্য সঙ্গে একটা থলে নিয়ে নিলেই হল। যেখানেই প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পাওয়া যাবে তা থলিতে ভরে নেওয়া। এভাবেই বেঙ্গালুর বুক থেকে প্লাস্টিক নির্মূল অভিযানের ডাক দেওয়া হয়েছে। যার পোশাকি নাম 'প্লগ রান'। ২ অক্টোবর জাতির জনকের জন্মজয়ন্তিতে এই অভিযান শুরু হচ্ছে বেঙ্গালুরুতে।

প্লাস্টিক সাফাই অভিযানে গার্ডেন সিটি-তে অভিনব উদ্যোগ

প্লগিং-এর মজাটাই হল থলিতে জমা হওয়া সমস্ত আবর্জনা একদম শেষে গিয়ে কোনও স্বীকৃত আবর্জনার স্তূপে বা ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া। পরিবেশ পরিষ্কার করার এমন ভাবনার জন্ম হয়েছিল সুইডেনে। বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণে প্লগিং বেশ জনপ্রিয়তা পেয়েছে।

জগিং-এ যে পরিমাণ ক্যালোরি খরচ হয় প্লগিং-এ-ও ঠিক ততটাই ক্যালোরি বার্ন-আউট হয়। প্লোগিং-এর অন্যতম অ্যাডভান্টেজ হল জগিং-এর সঙ্গে সঙ্গেই পরিবেশ সাফাই অভিযান। যার ফলে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পায়।

প্লাস্টিক সাফাই অভিযানে গার্ডেন সিটি-তে অভিনব উদ্যোগ

বর্তমান সময়ে পরিবেশ দূষণ রোধে সবচেয়ে বড় মাথা ব্যাথা প্লাস্টিক। তাই গত কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে প্লাস্টিক নির্মূল অভিযান চলছে বিশ্বজুড়ে। বেঙ্গালুরু-তে প্লগ রান-এর উদ্যোক্তা গো নেটিভ। এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক সংগঠন এবং কর্পোরেট সংস্থা। পরিবেশ রক্ষা এবং সাফাই কতটা জরুরি তা প্লগ রান-এর মধ্যে দিয়ে আরও দৃঢ় হবে বলেই আশা করছে উদ্যোক্তারা। ২ অক্টোবর সকলে যাতে এই অভিনব শহর জুড়ে প্লাস্টিক মুক্ত অভিযানে অংশ নেন তার জন্য আবেদনও করা হয়েছে।

শুধু বেঙ্গালুরু নয় ভারতের অন্যান্য শহরেও প্লাস্টিক দূষণ দিন-কে দিন বেড়েই চলেছে। কলকাতাও তার বাইরে নয়। কলকাতা শহরে প্লাস্টিক দূষণ কোন বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে তা টের পাওয়া যায় বর্ষাকালে। কারণ, নিকাশী নালায় ভর্তি প্লাস্টিক শহরের দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। পরিবেশবিদ-দের মতে দিন দিন কলকাতার এয়ার ইনডেক্সেও দূষণের মাত্রা বাড়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। দেশের অন্যতম দূষিত শহরের তকমাও পেয়েছে কলকাতা। কিন্তু, এরপরও ঘুম ভাঙছে না কলকাতার। না সরকার না কলকাতাবাসী- সেভাবে কেউই পরিবেশ দূষণ রোধে সেভাবে সঠিক কোনও কাজ করছে না। সামনে পুজোর মরসুম। এই আতসবাজী ও প্লাস্টিক দূষণ মাত্রা ছাড়াবে কলকাতায়। তাই কলকাতার বুকে বেঙ্গালুরুর মতো পরিবেশ সচেতনতার উদ্যোগ কবে সফলভাবে প্রয়োগ করা যাবে তারই প্রতীক্ষায় অনেকে।

English summary
Plogging relates with jogging. Here one has to bear garbage bag at the time of jogging and he will collect all plastic on the way. At last deposit them in designated garbage place. Plogging relates with jogging. Here one has to bear garbage bag at the time of jogging and he will collect all plastic on the way. At last deposit them in designated garbage place.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X