For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবচেয়ে খারাপ ট্রাফিকের তালিকার শীর্ষে দক্ষিণের রাজ্য বেঙ্গালুরু, প্রথম দশে আরও তিন শহর

বিশ্বের সবচেয়ে খারাপ ট্রাফিকের তালিকার শীর্ষে বেঙ্গালুরু, প্রথম দশে আরও তিন শহর

Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে খারাপ ট্রাফিকের তালিকায় শীর্ষে দক্ষিণ ভারতের তথ্য প্রযুক্তি শহর বেঙ্গালুরু। যদিও ভারতে গাড়ির বিক্রির পরিমান অন্যান্য দেশের তুলনায় কম। তারপরেও ট্রাফিক সমস্যার শীর্ষে রয়েছে ভারত। তালিকার প্রথম দশে স্থান করে নিয়েছে ভারতের আরও তিনটে শহর।

বেঙ্গালুরু তালিকার শীর্ষে

বেঙ্গালুরু তালিকার শীর্ষে

টমটম নামে একটি সংস্থা বিশ্বের ৫৭টি দেশের ৪১৬টি শহরের উপর সমীক্ষা চালিয়েছে। তাতে ভারতও ছিল। সমীক্ষায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের চারটি শহর। তার মধ্যে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। তার কারণ হিসেবে বলা হয়েছে ভারতের তথ্য প্রযুক্তি হাব বেঙ্গালুরুতে ট্রাফিক সমস্যা চরমে। প্রায় ৭১ শতাংশ বেশি ট্রাফিক জ্যাম হয়ে থাকে বেঙ্গালুরুতে। এই সমস্যার জন্য গড়ে ২৪৩ ঘণ্টা করে সময় নষ্ট হয় বেঙ্গালুরুর বাসিন্দাদের।

প্রথম দশে ভারতের তিন শহর

প্রথম দশে ভারতের তিন শহর

টমটমের প্রকাশিক ট্রাফিক সমস্যা সমীক্ষার তালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছে ভারতের তিনটি শহর। বেঙ্গালুরু ছাড়াও রয়েছে দিল্লি, মুম্বই এবং পুণে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। তারপরেই রয়েছে পুণে। এবং দিল্লি রয়েছে অষ্টম স্থানে। সমীক্ষায় বলা হয়েছে ট্রাফিক সমস্যার জন্য মুম্বইয়ের বাসিন্দাদের গড়ে ২০৯ ঘণ্টা সময় নষ্ট হয়। পুণের বাসিন্দারা গড়ে ১৯৩ ঘণ্টা সময় নষ্ট করেন ট্রাফিকের কারণে। আর রাজধানী দিল্লির বাসিন্দারা গড়ে ১৯০ ঘণ্টা করে সময় নষ্ট করেন এই ট্রাফিক সমস্যার কারণে।

ভারতে গাড়ি বিক্রি কিন্তু কম

ভারতে গাড়ি বিক্রি কিন্তু কম

এদিকে সমীক্ষার রিপোর্ট বলছে বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ভারতে গাড়ি বিক্রির সংখ্যা অনেকটাই কম। যেখােন আমেরিকা এবং চিনে রেকর্ড পরিমান গাড়ি বিক্রি হয়ে থাকে। অথচ সেই সব দেশের অধিকাংশ শহরেই ট্রাফিকের সমস্যা নেই। প্রথম দশে আমেরিকা, চিন অথবা ইংল্যান্ডের কোনও শহরের নাম নেই।

English summary
Bengaluru has worst trafic in the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X