For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌গুগল কর্মী আক্রান্ত কোভিড–১৯ এ, বেঙ্গালুরুর কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ

‌গুগল কর্মী আক্রান্ত কোভিড–১৯ এ, বেঙ্গালুরুর কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ

Google Oneindia Bengali News

গুগলের এক কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। ওই কর্মী বেঙ্গালুরুর বলে জানা গিয়েছে। ২৬ বছরের ওই যুবক সম্প্রতি গ্রীস থেকে ফিরেছেন এবং কর্নাটকের রাজধানীর বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন।

গুগল কর্মীর শরীরে কোভিড–১৯

গুগল কর্মীর শরীরে কোভিড–১৯

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু জানান যে ওই যুবককে বেঙ্গালুরু হাসপাতালে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, যাঁরা যাঁর ওই যুবকের সংস্পর্শে এসেছিল তাঁদের সনাক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে কিছু ঘণ্টার জন্য ওই ব্যক্তি অফিসেও এসেছিল। গুগল এক বিবৃতিতে বলেছে, ‘‌আমরা নিশ্চিত করে জানাচ্ছি যে আমাদের বেঙ্গালুরু অফিসের এক কর্মচারির কোভিঢ-১৯ ধরা পড়েছে। তাঁর শরীরে এই ভাইরাসের উপসর্গ দেখার আগেই তিনি কয়েক ঘণ্টার জন্য অফিসে এসেছিলেন। করোনা ভাইরাস ধরা পড়ার পর থেকেই তাঁকে আলাদা করে রাখা হয়।'‌

বাড়ি বসে কাজ গুগল কর্মীদের

বাড়ি বসে কাজ গুগল কর্মীদের

বেঙ্গালুরু অফিসের অন্য কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে এবং যাঁরা রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন তাঁদের নিজেদেরকে বিচ্ছিন্ন করে থাকতে বলা হয়েছে। গুগল জানিয়েছে, ‘‌সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা বেঙ্গালুরু অফিসের কর্মীদের শুক্রবার থেকে বাড়িতে বসে কাজ করার জন্য বলেছি।' ডেল ইন্ডিয়া ও মাইন্ডট্রি-এর পর ভারতে তৃতীয় করোনা ভাইরাসের কেস ধরা পড়ল গুগলের মতো বড় সংস্থায়। বৃহস্পতিবার ভারতে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কর্নাটকে। ৭৬ বছরের বৃদ্ধ সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছিলেন এবং মঙ্গলবারই তিনি মারা যান। তাঁর মৃত্যুর পরই নমুনা পরীক্ষা করে দেখা যায় যে তাঁর শরীরে করোনা ভাইরাস বাসা বেধেছিল।

ওই যুবকের ক্যাব চালক ও পরিবারকেও আলাদা রাখা হয়েছে

ওই যুবকের ক্যাব চালক ও পরিবারকেও আলাদা রাখা হয়েছে

গুগল কর্মীকে সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে রেখেছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রাথমিকভাবে ২৬ বছরের যুবকের শরীরে এই ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। তাঁকে বাড়ি থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং সব ধরনের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। রিপোর্টে জানা গিয়েছে, ওই যুবকের শরীরে যখন করোনা ভাইরাসের উপসর্গ ছিল না তখন তাঁকে গুগল অফিসে ঢোকার অনুমতি দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফেব্রুয়ারিতে বিয়ের পর ওই যুবক গ্রিসে গিয়েছিলেন। যে ক্যাবে করে তিনি বিমানবন্দর থেকে বাড়ি ফিরেছিলেন সেই ক্যাব চালককে সনাক্ত করে তাঁকে ও তাঁর পরিবারকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। ভারতে ৭৪টি করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।

করোনা ভাইরাসের গ্রাস কাটিয়ে ৭০ হাজারের বেশি মানুষ সুস্থ হচ্ছেন! এদিকে ইতালিতে মৃত ১০০০ এর বেশি মানুষকরোনা ভাইরাসের গ্রাস কাটিয়ে ৭০ হাজারের বেশি মানুষ সুস্থ হচ্ছেন! এদিকে ইতালিতে মৃত ১০০০ এর বেশি মানুষ

English summary
Other employees have been asked to work from home and those who may have come in close contact with the patient have been asked to quarantine themselves
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X