For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলমগ্ন বেঙ্গালুরুতে অফিস যাত্রায় ভরসা নৌকা, কেরলে জারি লাল সতর্কতা

জলমগ্ন বেঙ্গালুরুতে অফিস যাত্রায় ভরসা নৌকা, কেরলে জারি লাল সতর্কতা

Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টির জেরে বেঙ্গালুরুর একাধিক অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। গত সাত দিনে দ্বিতীয়বার বেঙ্গালুরুর প্রধান প্রধান সড়ক জলের তলায় চলে গিয়েছে। যার জেরে শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি বা ভবনে জল ঢুকে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

জলমগ্ন বেঙ্গালুরুতে অফিস যাত্রায় ভরসা নৌকা, কেরলে জারি লাল সতর্কতা

নদীর উপচে পড়া জলের সঙ্গে ড্রেনের জলগুলো মিশে বেঙ্গালুরুর একাধিক অঞ্চল প্লাবিত হয়েছে। বেঙ্গালুরুর মহাদেবপুরাস ৩০টির বেশি বহুতলে জল ঢুকেছে। প্রবল বৃষ্টি ও জমা জলের কারণে বেঙ্গালুরু শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ওয়াইটফিল্ড মেন রোড, ওল্ড এয়ারপোর্ট রোড, বালাগেরে মেন রোড, সারাজপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বেঙ্গালুরুতে একাধিক সংস্থা কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। সংস্থাগুলোর তরফে জানানো হয়েছে, কর্মীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টনি আইটি হাব সহ আইটার রিংয়ের বেশিরভাগ অংশ প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে। অফিস যেতে সাধারণ মানুষকে নৌকার সাহায্য নিতে হচ্ছে। একাধিক পড়ুয়াকে নৌকা করে স্কুলে যেতে দেখা গিয়েছে। বেঙ্গালুরুর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জলমগ্ন বাসভবনের বা রাস্তার ছবি শেয়ার করে কর্ণাটক সরকারের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক নেটিজেন জলমগ্ন বেঙ্গালুরুর ছবি প্রকাশ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই বেঙ্গালুরুকে ভেনিসে পরিণত করেছেন।

বেঙ্গালুরুর স্থানীয় বাসিন্দাদের সমস্যা বাড়িয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহরের বেশ কয়েকটি জায়গায় কয়েকদিন পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে। কাবেরী নদী থেকে শহরের পানীয় জলের জন্য উত্তোলনকারী পাম্পিং স্টেশনটি জলে ডুবে গিয়েছে। বৃষ্টি বিধ্বস্ত বেঙ্গালুরুর অন্তত ৫০টি জায়গায় আগামী দুই দিন পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। আধিকারিকরা পাম্প থেকে বর্তমানে জল বের করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, কেরলে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জারি করা হয়েছে লাল সতর্কতা। কেরলের চারটি জেলা তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা এবং ইদুক্কিতে আগামী ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। মঙ্গলবার তিরুবনন্তপুরমের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, এরনাকুলাম, ত্রিসুর, পালাক্কাদ, কোজিকোড়, ওয়ানাড ও কান্নুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কেরলে অন্যতম বড় উৎসব ওনামের ঠিক একদিন আগে অর্থাৎ ৭ সেপ্টেম্বর আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

মহাবলীর সাজে এসবিআই কর্মী! কেরলের ওমন উৎসবের ভিডিও ভাইরাল মহাবলীর সাজে এসবিআই কর্মী! কেরলের ওমন উৎসবের ভিডিও ভাইরাল

English summary
Bengaluru flooded and red alert part of Kerala due to heavy rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X