হায়দরাবাদের পর বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতি, অতিবৃষ্টিতে ভেসে গেল ৫০০ গাড়ি
শুক্রবার সন্ধ্যা জুড়ে অতিবৃষ্টির কারণে বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অতি বর্ষণে জলমগ্ন শহরের একাধিক এলাকা। জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি। পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ২০টি বোট। জানা গিয়েছে অতিবৃষ্টির জেরে ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়া ছাড়া ভেসে গিয়েছে প্রায় ৫০০ গাড়ি। এর জেরে কেয়ক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে সেই শহরে।

নিকাশি ব্যবস্থার বেহাল দশা
বেঙ্গালুরুর গুরুদত্ত লেআউট, দত্তাত্রেয় নগর, হোসাকেরেহাল্লি, আরআর নগর, প্রমোদ লেআউট সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে বেঙ্গালুরুতে। বৃহৎ বেঙ্গালুরু মিউনিসিপাল কর্পোরেশনের তরফে এই পরিস্থিতিতে বলা হয় যে এত বৃষ্টি তারা কোনও দিনই আশা করেনি। এহেন পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থা সঠিক ভাবে কাজ করছে না। তাই আরও বেহাল দশা হচ্ছে শহরের।

শতবর্ষের রেকর্ড ভাঙে হায়দরাবাদে
এদিকে গত এক সপ্তাহে এই শতকের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হায়দরাবাদে৷ যার জেরে প্রায় ৭০ জনের মৃত্য়ু হয়েছে সেরাজ্যে৷ আর যাতে কোনও প্রাণহানি না হয়, তা সুনিশ্চিত করতে তৎপর তেলাঙ্গানা সরকার৷ ইতিমধ্য়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় তেলাঙ্গানার জন্য ২ কোটি টাকার আর্থিক সাহায্য় ঘোষণা করেছেন৷

সতর্কতা জারি
এই অবস্থায় তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও সে রাজ্য়ের সব দফতরের ইঞ্জিনিয়ারদের সতর্ক থাকতে বলেছেন৷ হায়দরাবাদের সব লেক ও ট্য়াঙ্কগুলিতে সর্বক্ষণ নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি৷ এর জন্য় ১৫টি বিশেষ দল তৈরি করেছেন তিনি৷ পাশাপাশি নিচু এলাকায় বসবাসকারী সব মানুষদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যেতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা সরকার৷
তালিকা থেকে বাদ বিদেশি পণ্য, মোদীর দেখানো আত্মনির্ভরতার পথে ভারতীয় সেনা ক্যান্টিন