For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পেটা কিউটেস্ট ভেজিটেরিয়ান' প্রতিযোগিতার ফাইনালে বেঙ্গালুরুর একমাত্র ছাত্র কুশল!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৬ অক্টোবর : ছোট্টবেলা থেকেই পশুপ্রাণীদের প্রতি অগাধ ভালবাসা থেকেই নিরামিষ খাবারই বেছে নিয়েছিলেন বেঙ্গালুরুর তরুণ কুশল হেব্বর। আর তারই জেরে 'পেটা কিউটেস্ট ভেজিটেরিয়ান নেক্স ডোর' প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায় জায়গা করে নিয়েছেন কুশল।

বেঙ্গালুরু থেকে কুশলই একমাত্র তরুণ প্রতিযোগী যিনি এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন।

'পেটা কিউটেস্ট ভেজিটেরিয়ান' প্রতিযোগিতার ফাইনালে বেঙ্গালুরুর একমাত্র ছাত্র কুশল!

বিএনএম ইনস্টিটিউট অফ টেকনলজির ফাইনাল বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র কুশল। নিরামিষ আহারের প্রচারে এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

ওয়ানইন্ডিয়াকে কুশল জানিয়েছেন, "নিরামিষ ভোজনের গুরুত্ব প্রচার করার উদ্দেশ্যেই আমি এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই নিরামিষাশী। জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করেছি।"

পাশাপাশি তার কথায়,"আমি জীবজন্তুদের ভালবাসি, খালি নিজের স্বাদগ্রন্থিকে প্রশ্রয় দিতে আমি কোনও প্রাণীর মাংস খেতে চাই না। আমার লক্ষ্য হল নিরামিষ আহারের গুরুত্ব ও পশুর অধিকার নিয়ে প্রচার চালানো।"

এই প্রতিযোগিতার বিচারকরা চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী বেছে নেওয়ার ক্ষেত্রে তিনটি জিনিস বিচার করেছেন। প্রতিযোগীদের শারীরিক গঠন ও বৈশিষ্ট, প্রাণী অধিকার বজায় রাখতে তাদের নিষ্ঠা এবং নিরামিষাশী হওয়ার পিছনে তাদের কারণ।

এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা হবে আগামী ১ নভেম্বর। কুশলকে জেতানোর জন্য ভোট দিন এই লিঙ্কে

English summary
Bengaluru boy Kushal Hebbar makes it to the finals of Peta's 'Cutest Vegetarian' contest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X