For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবাসনে ২ জন ব্রিটেন ফেরত করোনা আক্রান্ত, বেঙ্গালুরুতে এরপর কোন পদক্ষেপ গৃহিত

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে দেশ জুড়ে প্রবল আতঙ্ক।এরই মাঝে কেন্দ্রের তরফে একাধিক বর্ষণবরণের উৎসবের আগে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জারি হয়েছে রাতের কার্ফু। এদিকে একই আবাসনে ২ জন পর পর ব্রিটেন ফেরত করোনা আক্রান্তের খবরের পর গোটা বেঙ্গালুরুতে আতঙ্ক ছড়িয়েছে।

Bengaluru Apartment Complex Shut Down After 2 UK Virus Cases Detected

বেঙ্গালুরুর আবাসনে পর পর ২ জনের দেহে করোনার সংক্রমণ মিলতেই জানা গিয়েছে তাঁরা ইউকে থেকে সদ্য ভারতে আসেন। তারপরই সিল করা হয় গোটা আবাসন। এদিকে, জানা গিয়েছে আরও ১০০ জনের সঙ্গে তাঁরা ভারতে আসেন। আর এই ১০০ জনকেই আলাদা করে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের নিয়ে চলছে পরীক্ষা।

এদিকে, ওই করোনা আক্রান্তদের প্রাইমারি ও সেকেন্ডারি কনট্যাক্টদের নিয়ে চলছে ব্যাপক পরীক্ষা। জানা গিয়েছে, একই ফ্ল্যাটেেকজন মা ও তাঁর মেয়ে আক্রান্ত হয়েছেন। তারপর থেকে গোটা আবাসন বন্ধ করা হয়েছে বেঙ্গালুরুতে। যাবতীয় কোভিড বিধি লাগু করা হয়েছে। এদিকে, আক্রান্তদের প্রাইমারি ও সেকেন্ডারি কনট্য়াক্টে থাকা সকলেরই করোনা টেস্ট করা হচ্ছে বলে খবর। আপাতত রিপোর্টের অপেক্ষায় বেঙ্গালুরু।

English summary
Bengaluru Apartment Complex "Shut Down" After 2 UK Virus Cases Detected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X