For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমীক্ষা বলছে 'রিলোকেশন'-এর জন্য বেঙ্গালুরু বিশ্বের দ্বিতীয় সেরা শহর, কেন জানেন

এক সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে সারা বিশ্বে প্রথম মাসের জীবনযাত্রার খরচের নিরিখে বেঙ্গালুরু দ্বিতীয় সস্তা শহর। প্রথমে আছে মিশরের কায়রো।

Google Oneindia Bengali News

হঠাত করে নিজের বাসস্থান ছেড়ে নতুন শহরে এসে বাস করতে গেলে অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হয়। সবচেয়ে বেশি চিন্তা থাকে খরচ নিয়ে। বেঙ্গালুরুতে থাকতে গেলে অবশ্য সে নিয়ে বিশেষ ভাবতে হবে না। এক সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে সারা বিশ্বে প্রথম মাসের জীবনযাত্রার খরচের নিরিখে এই শহর দ্বিতীয় সস্তা শহর। প্রথমে আছে মিশরের কায়রো।

রিলোকেশন-এর জন্য বেঙ্গালুরু বিশ্বের দ্বিতীয় সেরা শহর

অনলাইনে ফার্নিচার দিয়ে সুসজ্জিত অ্যাপার্টমেন্টের সার্চ ইঞ্জিন 'নেস্টপিক' সংস্থা এই সমীক্ষা চালিয়েছে। 'রিলোকেট' করতে গেলে কোন শহরে খরচ কম, কোথায় খরচ বেশি এই নিয়েই সমীক্ষাটা চালান হয়েছিল। তার মধ্যে ভিসার খরচ, ভিসা প্রক্রিয়ায় কত সময় লাগে সেসব যেমন দেখা হয়েছে, তেমনই গুরুত্বপূর্ণ ছিল প্রথম মাসের থাকা-খাওয়ার খরচ কত পড়ছে। এই থাকা খাওয়ার খরচের হিসেবে রাখা হয়েছে, বাড়িভাড়া, ইন্টারনেটের খরচ, ফোন পরিষেবার খরচ, খাদ্য়-পানীয়ের খরচ ও জনপরিবহনের খরচ।

এই এতগুলি দিক বিচার করে তারা দেখেছে পৃথিবীর সবচেয়ে সস্তা শহর কায়রো। তারপর সস্তার তালিকায় আছে বেঙ্গালুরু বুখারেস্ট, বুদাপেস্ট, রিগা ও মেক্সিকো সিটি।

রিলোকেশন-এর জন্য বেঙ্গালুরু বিশ্বের দ্বিতীয় সেরা শহর

অপর দিকে সবচেয়ে ব্যায়বহুল শহর হিসেবে উঠে এসেছে দুবাইয়ের নাম। এই তালিকায় এরপর আছে, অকল্যান্ড, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, লন্ডন, সিডনি, অসলো ও জুরিখের নাম।

রিলোকেশন-এর জন্য বেঙ্গালুরু বিশ্বের দ্বিতীয় সেরা শহর

সবচেয়ে সস্তা কায়রোতে যেখানে প্রথম মাসের থাকা-খাওয়ার খরচ ৬৫৬ মার্কিন ডলার, সেখানে সবচেয়ে ব্যায়বহুল দুবাইয়ের খরচ ৪,২৫১.৬৮ মার্কিন ডলার। এছাড়া সমীক্ষায় আরও জানা গিয়েছে, একমাসের খাদ্য পানীয়ের খরচ সবচেয়ে বেশি সুইজারল্যান্ডের জুরিখ শহরে, ১১৯৩.৯৬ মার্কিন ডলার। পাশাপাশি এই খরচ সবচেয়ে কম বেঙ্গালুরুতে, মাত্র ২৫৫.৯৭ মার্কিন ডলার। এছাড়া যাতায়াতের খরচের নিরিখে সবার আগে রয়েছে লন্ডন, ১৬৮.৭১ মার্কিন ডলার। আর সবচেয়ে কম কায়রোতে, ৭.১৪ মার্কিন ডলার।

'নেস্টপিক'-এর এমডি ওমর কুকিকদেরে জানান, 'নতুন শহরে স্থানান্তরের ক্ষেত্রে জীবনযাত্রার খরচ একটা বিশাল ফ্যাক্টর, ভিসার খরচ ইত্যাদি অনেক কারণে প্রথম মাসে অতিরিক্ত খরচ বহন করতেই হয়।'

English summary
According to a survey, Bengaluru is the second cheapest city in terms of the cost of living for the first month of the whole world. First is Cairo in Egypt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X