For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাংলা চমকে দেবে'! মমতার গড় দখলের ডাক দিয়ে বিজেপির নয়া হুঙ্কার

২০১৪ সালে উত্তর প্রদেশে যে 'মোদী সুনামি' এসেছিল, সেটাই এবার বাংলা দেখতে চলেছে ২০১৯ এর বাংলা। বিজেপির জাতীয় সভাপতি রাম মাধব এদিন বুথ ফেরত সমীক্ষা নিয়ে মতামত দিতে গিয়ে এমনটাই দাব করেছেন।

Google Oneindia Bengali News

২০১৪ সালে উত্তর প্রদেশে যে 'মোদী সুনামি' এসেছিল, সেটাই এবার বাংলা দেখতে চলেছে ২০১৯ এর বাংলা। বিজেপির জাতীয় সভাপতি রাম মাধব এদিন বুথ ফেরত সমীক্ষা নিয়ে মতামত দিতে গিয়ে এমনটাই দাব করেছেন। বাংলা নিয়ে রাম মাধবের পদ্ম শিবির কী আশা করছে , দেখে নেওয়া যাক।

বাংলা নিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গ পদ্মফুল জোরদারভাবে ফুটতে চলেছে বলে দাবি করেছে বিজেপি শিবির। বিজেপি নেতা রাম মাধবের দাবি 'বাংলা চমকে দেবে সমস্ত ভোট বিশেষজ্ঞদের। আমরা সেখানে দারুন ভালো ফল করব বলে আশা করছি। প্রত্যেকেই সেখানে মোদী ও বিজেপির প্রতি সমর্থন দেখাচ্ছেন। ২০১৪ সালে উত্তরপ্রদেশে যা হয়েছে, ২০১৯ সালে বাংলায় তাই হবে। '

বিরোধী জোট নিয়ে রাম মাধব

এদিন , রাম মাধব দাবি করেন, নির্বাচনের আগেই বিরোধীদের মহাজোট ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। কোনও একটি রাজ্যেও তাঁরা সহজে মহাজোট করতে পারেনি। নির্বাচনের পরে বিরোধীরা জোট বাঁধবার চেষ্টা করলেও রাম মাধবরে মতে সেই জোট সম্পন্ন হবে না।

[আরও পড়ুন:কলকাতায় চন্দ্রবাবু-মমতা বৈঠক, কটাক্ষ দিলীপের][আরও পড়ুন:কলকাতায় চন্দ্রবাবু-মমতা বৈঠক, কটাক্ষ দিলীপের]

বাংলা ঘিরে এক্সিট পোল-এর দাবি

বাংলা ঘিরে এক্সিট পোল-এর দাবি

বিভিন্ন এক্সিট পোল -এর পরিসংখ্যানের হিসাব বলছে, বাংলায় মমতার গড়ে জোরালো থাবা বসিয়ে এলাকা কেড়ে নেবে বিজেপি। এখানে ১০ থেকে ১৬ আসনে বিজেপি জয় লাভ করবে বলে দাবি একাধিক সমীক্ষার।

[আরও পড়ুন: অধীর-শুভেন্দুর লড়াই জারি! উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে][আরও পড়ুন: অধীর-শুভেন্দুর লড়াই জারি! উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

English summary
Bengal will surprise all the pollsters says BJP's Rammadhav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X