For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার টেস্টিং কিট নিয়ে বড় অভিযোগ তুলল মমতার দফতর, অভিযোগ কেন্দ্রীয় সংস্থার দিকে

রাজ্যে সরবরাহ করা করোনার টেস্টিং কিটের গুণমান নিয়ে বড় প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত এইসব টেস্টিং কিট সরবরাহ করেছে আইসিএমআর-নাইসেড।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে সরবরাহ করা করোনার টেস্টিং কিটের গুণমান নিয়ে বড় প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত এইসব টেস্টিং কিট সরবরাহ করেছে আইসিএমআর-নাইসেড। এইসব টেস্টিং কিটের বেশিরভাগই আমদানি করা হয়েছে চিন কিংবা অন্য দেশ থেকে।

রাজ্যের অভিযোগ

রাজ্যের অভিযোগ

রাজ্যের স্বাস্থ্য দফতরের করা টুইটে অভিযোগ করা হয়েছে, প্রায় সপ্তাহ দুয়েক আগে আইসিএমআর এবং নাইসেড যেসব টেস্টিং কিট সরবরাহ করেছে, তার বেশিরভাগের টেস্টে রেজাল্ট অমীমাংশিত আসছে। ফলে নতুন করে টেস্ট করতে হচ্ছে। ফাইনাল টেস্ট রিপোর্ট তৈরি করতে দেরি হচ্ছে বলেও টুইটে অভিযোগ তোলা হয়েছে। ত্রুটি যুক্ত কিটের কারণে মহামারীর সময়ে সমস্যা তৈরি হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

রাজ্যে মৃত ও আক্রান্তদের সংখ্যা

রাজ্যে মৃত ও আক্রান্তদের সংখ্যা

পশ্চিমবঙ্গের নিরিখে রবিবার সন্ধেয় প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৯৮। করোনা মুক্তি হয়েছে ৬৬ জনের। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২। হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন ৫২৫ জন।

যদিও কেন্দ্রের প্রকাশিত তালিকায় আক্রান্তের সংখ্যা ২৩৬ বলে উল্লেখ করা হয়েছে। তবে সেখানে করোনা মুক্তি এবং মৃতের সংখ্যা একই রয়েছে।

 দেশে মৃত ও আক্রান্তদের সংখ্যা

দেশে মৃত ও আক্রান্তদের সংখ্যা

স্বাস্থ্যমন্ত্রক থেকে এদিন বিকেলে জানানো হয়েছে, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১১৬। মৃতের সংখ্যা ৫১৯। গত ২৪ ঘন্টার ১৩৩৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৭ জনের। করোনা মুক্তি ঘটেছে ২৩৯ জনের।

English summary
Bengal Govt questions quality of testing kit supplied by ICMR NICED
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X