For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে এক কোটি চিঠি উড়ে যাচ্ছে মোদীর ঠিকানায়, আর্জি চমকে দেওয়ার মতোই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে এক কোটি চিঠি পাঠানো হবে বাংলা থেকে। বঙ্গ বিজেপির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে এক কোটি চিঠি পাঠানো হবে বাংলা থেকে। বঙ্গ বিজেপির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো কাটলেই নভেম্বর মাস থেকে এই অভিযান শুরু করে দিচ্ছে বিজেপি। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বিজেপির এই পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েছেন।

নাগরিকত্ব বিল পাসের দাবিতে

নাগরিকত্ব বিল পাসের দাবিতে

নাগরিকত্ব বিল পাসের দাবিতেই এই চিঠি লেখার উদ্যোগ বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশ মতো এই চিঠি-অভিযান শুরু করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগেই এই লক্ষ্যমাত্রা পূরণ করতে উদ্যোগী হচ্ছে বিজেপি।

মোদীর দফতের এক কোটি চিঠির ভিড়

মোদীর দফতের এক কোটি চিঠির ভিড়

চিঠির দাবি, দ্রুত নাগরিকত্ব বিল পাস করতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই প্রধানমন্ত্রীর দফতের এক কোটি চিঠির ভিড় জমাতে উদ্যোগী হল বিজেপি। বিজেপির মহিলা মোর্চাই ২০ থেকে ২৫ লক্ষ চিঠি পাঠানোর গুরু দায়িত্ব নিয়েছে। নাগরিকত্ব বিল পাস করিয়ে এনআরসির পথ প্রশস্ত করাই একমাত্র উদ্দেশ্য গেরুয়া শিবির তথা কেন্দ্রের বিজেপি সরকারের।

এনআরসি নিয়ে জোর সওয়াল

এনআরসি নিয়ে জোর সওয়াল

লোকসভা ভোটে এই এনআরসি নিয়ে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। তারপর সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলায় এসে এনআরসি নিয়ে জোর সওয়াল করে গিয়েছেন। তিনি জানান, এনআরসি হবেই, তবে তার আগে নাগরিকত্ব সংশোধন বিল চালু করা হবে।

অভিযান সফল করতে ঝাঁপাবে বিজেপি

অভিযান সফল করতে ঝাঁপাবে বিজেপি

শরণার্থীদের যাতে নাগরিকত্ব পেতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই শরণার্থীদের দিয়ে এক লক্ষ চিঠি প্রতিদিন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নভেম্বরের মাঝামাঝিই বিজেপির সাংগঠনিক নির্বাচন শেষ হয়ে যাবে। তারপরই এই অভিযান সফল করতে ঝাঁপাবে বিজেপি।

English summary
Bengal BJP targets to write one crore letter to Narendra Modi. They will letter on demand of Citizens amendment Bill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X