For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেনামি সম্পত্তির হদিশ দিলে পেতে পারেন এমনই সব পুরস্কার

বেনামি সম্পত্তির হদিশ দিতে পারলেই কোটি টাকা পুরস্কার। এমনই সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন্দ্র। তবে যিনি খবর দেবেন তাঁর নাম গোপন রাখা হবে। একইসঙ্গে যিনি খবর দেবেন সেই খবরও ঠিক হতে হবে।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

বেনামি সম্পত্তির হদিশ দিতে পারলেই কোটি টাকা পুরস্কার। এমনই সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন্দ্র। তবে যিনি খবর দেবেন তাঁর নাম গোপন রাখা হবে। একইসঙ্গে যিনি খবর দেবেন সেই খবরও ঠিক হতে হবে। আগামী মাসেই এই উদ্যোগ ঘোষণার সম্ভাবনা।

বেনামি সম্পত্তির হদিশ দিলে পেতে পারেন এমনই সব পুরস্কার

সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্স অর্থাৎ সিবিডিটির এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, তথ্য দাতাকে ১৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার নাম কখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন ওই আধিকারিক। গত বছর পেশ হওয়া 'বেনামি প্রোপার্টি ল'-এ এই বিধানটি নেই। ইডি, আয়কর এবং ডায়রেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এই ধরনের পুরস্কার দিয়ে থাকে। তবে তার পরিমাণ খুব একটা লোভনীয় কিছু নয়।

বেনামি সম্পত্তি খুঁজে বের করাটা আয়কর বিভাগ কিংবা প্রশাসনের পক্ষে খুব কঠিন কাজ। সেই জন্যই কাজটি সহজ এবং তাড়াতাড়ি করতে তথ্যদাতা অর্থাৎ গুপ্তচরদের সাহায্য জরুরি। আর এর সঙ্গে যদি তথ্যদাতাদের লোভনীয় পুরস্কার দেওয়া যায়, তাহলে আয়কর বিভাগের কাজটা খুব সহজ হবে বলে মনে করছেন দফতরের পদস্থ আধিকারিকরা। এটি চালু হলে খুব সহজেই দেশব্যাপী বেনামি সম্পত্তির হদিশ পাওয়া সম্ভব হবে বলেই মনে করছেন তাঁরা। প্রস্তাবটি এখন অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। অর্থমন্ত্রকের অনুমোদন পাওয়া গেলেই, প্রকল্পটি ঘোষণা করবে সিবিডিটি। অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরে এই প্রকল্পের ঘোষণার সম্ভাবনা।

English summary
The Centre is planning to give out cash rewards to the tune of Rs one crore to secret informers who provide tip offs to investigative agencies in connection with Benami Properties.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X