For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুর জলাশয়ে আগুন! পরিত্রাণে নামল ৫০০০ সেনাকর্মী

জলাশয়ে আগুন কথাটি শুনলে একটু তাক লাগতে পারে। তবে ঘটনাই ঘটেছে বেঙ্গালুরুর বেলান্দুর লেক-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়।

  • |
Google Oneindia Bengali News

জলাশয়ে আগুন কথাটি শুনলে একটু তাক লাগতে পারে। তবে ঘটনাই ঘটেছে বেঙ্গালুরুর বেলান্দুর লেক-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। যদিও এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়নি কিছুরই। তবে দূষণ রোধে সামাজিক সচেতনতা বাড়াতে এই অগ্নিকাণ্ড একটি বড় সতর্কবাণী। যে আগুন নেভাতে শনিবার ৫০০০ সেনা কর্মীকে নামাতে হয় বেঙ্গালুরুর এই এলাকাতে।

ঘটনা সম্পর্কে কয়েকটি তথ্য

ঘটনা সম্পর্কে কয়েকটি তথ্য

বেঙ্গালুরুর বিখ্যাত তথ্য প্রযুক্তি এলাকার মধ্যে পড়ে এই বেলান্দুর লেক। এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে সেনা বাহিনীর জমি। ক্রমাগত দূষণের জেরে এই লেক বিষাক্ত হয়ে উঠছে বলে খবর অনেকদিনই ছিল। এবার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা আরও একবার চোখ খুলে দিল প্রশাসন ও শহরবাসীর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা


শুক্রবার থেকেই বেশ ভালো রকমভাবে আগুন জ্বলতে দেখা যায় বেঙ্গালুরু এই লেকে। দূর থেকে তার ধোঁয়াও দেখতে পেয়ে শোর গোল পড়ে যায়। এরপর অগ্নিকাণ্ড মাত্রা ছাড়াতে থাকলে, মোতায়েন করা হয় সেনা। ৫০০০ সেনাকর্মীর প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সেনা যা জানিয়েছে

সেনা যা জানিয়েছে


আগুনে নেভানোর কাজে ব্যস্ত ভারতীয় সেনার দাবি ,নাগরিক এলাকাতে যাতে এই আগুন না ছড়ায় , তার জন্য সবরকমরে ব্য়বস্থা হচ্ছে। উল্লেখ্য, এই লেকের সামনেই রয়েছে তথ্য প্রযুক্তির অফিস এলাকা হোয়াইটফিল্ড।

কেন লাগাল আগুন?

কেন লাগাল আগুন?


আগুন নেভানোর কাজে কর্তব্যরত সেনা কর্মীরা বলছেন, প্রচুর রাসায়নিক জাতীয় জিনিস এবং বর্জ্যপদার্থ সব মিলিয়ে ঘটে যায় এই বিপত্তি। এছাডা়ও আশপাশের নির্মান কাজের নোংরাও এই লেক-এ ফেলা হয় বলে আগুন আরও সহজে ছড়িয়ে যেতে থাকে।

নোংরা ফেনা ছড়াবার ঘটনা

নোংরা ফেনা ছড়াবার ঘটনা

কিছুদিন আগেই , বেলান্দুর লেক তেকে এর আগে দূষিত ফেনা ছড়িয়ে পড়ার ঘটনায় বেঙ্গোলুরু জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ষাকালে এই লেক দূষিত হয়ে তা, থেকে নোংরা দুর্গন্ধ যুক্ত ফেনা ছড়াতে থাকে।

English summary
Thousands of Indian troops battled for hours a huge fire emanating from a highly polluted lake, causing panic among thousands of people in the southern city of Bangalore, the army said on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X