For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস কী শুধুই মুসলিম পুরুষদের দল, বাদল অধিবেশনের আগে বিরোধীদের কড়া আক্রমণ মোদীর

সংসদ বাদল অধিবেশনের আগে, তিন তালাক বিল প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদী।

Google Oneindia Bengali News

বাদল অধিবেশন শুরুর মাত্র কয়েকদিন আগে তিন তালাক বিল প্রসঙ্গে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন বিজেপি সরকার যতই মুসলিম মহিলাদের এগিয়ে নিয়ে যেতে চাইছে বিরোধী দলগুলি ততই পেছন থেকে টেনে ধরার চেষ্টা চালাচ্ছে। তিনি প্রশ্ন ছুঁড়ে দেন , 'কংগ্রেস কী কেবল মুসলিম পুরুষদের পার্টি?'

কংগ্রেস কী শুধুই মুসলিম পুরুষদের দল

এদিনের জনসভা কোন নির্বাচনী বা রাজনৈতিক জনসভা ছিল না। আজমগঙ্জে মোদী গিয়েছিলেন পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে। কিন্তু লোকসভা ভোট আসছে সামনে। তাই সেই সভা থেকেই বিরোধীদের বিশেষ করে কংগ্রেসকে উদ্দেশ্য করে আক্রমণ শানেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি এক উর্দু দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে উদ্ধৃত করে বলা হয়, কংগ্রেস মুসলিমদের দল ছিল। রাহুল তা সংশোধন করছেন। সেই প্রতিবেদনের প্রসঙ্গ তুলে মোদী বলেন, 'কাগজে পড়েছি, কংগ্রেস সভাপতি বলেছেন, কংগ্রেস মুসলিমদের দল। তাতে আমি এতটুকু বিস্মিত নই। তবে আমার প্রশ্ন কংগ্রেস কী শুধুই মুসলিম পুরুষদের দল, নাকি মহিলাদের কথাও তারা ভাবে?'

নরেন্দ্র মোদী দাবি করেন, তিন তালাক বিল নিয়ে বিরোধী দলগুলির অবস্থানেই বিরোদাদের আসল চেহারাটা সামনে এনে দিয়েছে। তাঁর অভিযোগ এই দলগুলি ভারতীয় মহিলাদের বিশেষ করে মুসলিম মহিলাদের যাপন কঠিনতর করে তুলেছে। কারণ তারা সংসদ চালাতে দিচ্ছে না, তিন তালাকের মতো গুরুত্বপূর্ণ বিল পাস করাকে দিনের পর দিন পিছিয়ে দিচ্ছে।

স্বাভাবিকভাবেই মোদীর এই অভিযোগগুলি উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাদের পাল্টা অভিযোগ, বরাবরের মতোই মোদী মিথ্যে দিয়ে বারতবাসীকে ভোলাতে চাইছেন। এখ টুইটার বার্তায় কংগ্রেস বলেছে, 'ভারতবাসীকে প্রধানমন্ত্রী মিথ্যে বলেই চলেছেন। নিরাপত্তাহীনতা থেকেই তাঁর এই আচরণ। মোদীজী, আপনার কিসের এত ভয়?' সেইসঙ্গে একটি পুরনো টুইট আবার পোস্ট করে তিন তালাক বিলে তাদের অবস্থানটি জানিয়েছে কংগ্রেস।

English summary
Before the Monsoon Session of Parliament, Prime Minister Modi attacks Congress regarding the triple talaq bill.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X