For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, উঠে গেল ১০ লক্ষ পুলিশ কেস

বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, উঠে গেল ১০ লক্ষ পুলিশ কেস

  • |
Google Oneindia Bengali News

বাংলা, কেরল, পদুচেরি অসমের পাশাপাশি তামিলনাড়ুতেও বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। আর আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে প্রতিটি রাজ্যেই একাধিক উন্নয়ন মূলক কর্মসূচি ঘোষণার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ছাড়েরও ঘোষণা করছে বর্তমান শাসক দল। এবার তারই বড়সড় নজির দেখতে পাওয়া গেল দক্ষিণী রাজনীতির ময়দানেও।

বড় ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

বড় ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

নির্বাচনকে মাথায় রেখেই গতকালের একটি নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করতে দেখা যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমক-র অন্যত প্রধান মুখ এদাপদী পালানিস্বামীকে। গত বছর মহামারি শুরুর সময়ে করোনা লকডাউনের যারা অমান্য করেছিলেন তাদের উপর থেকে সমস্ত পুলিশি কেস তুলে নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি সিএএ বিরোধী প্রতিবাদ মিছিলে যাদের বিরুদ্ধে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে তাদেও নিষ্কৃতি মিলবে বলে জানা যাচ্ছে।

উঠে যেতে চলেছে ১০ লক্ষ পুলিশ কেস

উঠে যেতে চলেছে ১০ লক্ষ পুলিশ কেস

সূত্রের খবর, পালানিস্বামীর এই সিদ্ধান্তের কারণে প্রায় ১০ লক্ষের বেশি পুলিশ কেস চিরতরে বাতিল হতে চলেছে। অন্যদিকে পরিসংখ্যান বলছে শুধুমাত্র তামিলনাড়ুতেই লকডাউন অমান্য করার অভিযোগে পুলিশি অভিযোগ দায়ের হয়েছিল ১০ লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে। জনস্বাস্থ্য আইন ১৯৩৯ এবং মহামারী রোগ আইন বলেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু সেসব থেকেই বর্তমানে নিষ্কৃতি মিলতে চলেছে বলে জানা যাচ্ছে।

তীব্র চাঞ্চল্য তামিলনাড়ুর রাজ্য-রাজনীতিতে

তীব্র চাঞ্চল্য তামিলনাড়ুর রাজ্য-রাজনীতিতে

যদিও লকডাউন চলাকালীন সময় ভুয়ো ই-পাস, ভুয়ো পরিচয়পত্র, বা হিংসা ছড়ানোর মতো ঘটনায় যারা অভিযুক্ত হয়েছিলেন তাদের এখনও নিস্তার মিলছে না বলে জানা যাচ্ছে। এদিকে ভোটের আবহে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর রাজ্য-রাজনীতিতে। অন্যদিকে অপরাধীদের আবেগকে কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন পালানাস্বামী, ইতিমধ্যেই এই অভিযোগও করেছে বিরোধীরা।

ছাড় পাবেন না কারা ?

ছাড় পাবেন না কারা ?

অন্যদিকে কুদানকুলামে নিউক্লিয়ার বিরোধী বিক্ষোভ যাঁরা সামিল হয়েছিল তাদের উপর থেকে পুলিশ কেস তুলে নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা চলচে বলে জানান পালানিস্বামী। অন্যদিকে এদিকে পরিসংখ্যান এও বলছে সিএএ বিরোধী আন্দোলনের আবহেই বিভিন্ন অভিযোগে গোটা রাজ্যজুড়ে প্রায় দেড় হাজার জনেরও বেশি মানুষের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। যাতে নাম ছিল একাধিক ছোট-বড় সংগঠনের। তবে এই সমস্ত প্রতিবাদ বিক্ষোভে যাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের ছাড় দেওয়া হচ্ছে না বলেও জানান মুখ্যমন্ত্রী।

 ভিক্টোরিয়া কাণ্ডের পর ফের মোদী-মমতা মুখোমুখি কি হচ্ছেন! নীতি আয়োগের বৈঠক ঘিরে কোন জল্পনা ভিক্টোরিয়া কাণ্ডের পর ফের মোদী-মমতা মুখোমুখি কি হচ্ছেন! নীতি আয়োগের বৈঠক ঘিরে কোন জল্পনা

English summary
Tamil Nadu chief minister Withdrawn one million police cases before the assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X