For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশ যাত্রার আগে রাহুলের টুইট! পাল্লা জবাব বিজেপিরও

চিকিৎসার জন্য ফের বিদেশ গেলেন সনিয়া গান্ধী। সঙ্গে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিদেশযাত্রার আগে সোশ্যাল মিডিয়ার বিরোদী বিজেপি-র বন্ধুদের উদ্দেশে টুইট করেছেন রাহুল। তার জবাবও দিয়েছে বিজেপি

Google Oneindia Bengali News

চিকিৎসার জন্য ফের বিদেশ গেলেন সনিয়া গান্ধী। সঙ্গে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিদেশ যাত্রার আগে সোশ্যাল মিডিয়ার বিরোদী বিজেপি-র বন্ধুদের উদ্দেশে টুইট করেছেন রাহুল। তার জবাবও দিয়েছে বিজেপি।

বিদেশ যাত্রার আগে রাহুলের টুইট! পাল্লা জবাব বিজেপিরও

রাহুল গান্ধী তাঁর টুইটে লিখেছেন, তাঁর অনুপস্থিতিতে বিজেপির সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্তরা যেন বেশি চাপ নিয়ে কাজ না করেন। কেননা তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন।

বিজেপির তরফে উত্তর দিতে খুব একটা দেরি করা হয়নি। টুইটের প্রথমেই সনিয়া গান্ধীর আরোগ্য কামনা করে বলা হয়েছে রাহুল গান্ধী যদি বিদেশ যাত্রার আগে কর্ণাটকের মন্ত্রিসভার গঠন দ্রুততার সঙ্গে করতেন তাহলে ভাল হত।

সূত্রের খবর অনুযায়ী, বাৎসরিক মেডিক্যাল চেকআপের জন্য বিদেশে গিয়েছেন সনিয়া গান্ধী। ২০১১-তে আমেরিকায় অপারেশন হয়েছিল সনিয়ার। এরপর থেকে প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে বিদেশ যাত্রার প্রয়োজন পড়ে সনিয়ার।

সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী সপ্তাহ খানেকের মধ্যেই ফিরে আসবেন। তবে সনিয়া গান্ধী একটু বেশি সময়ের জন্য বিদেশে থাকবেন।

জানা গিয়েছে, রাহুল গান্ধী ফিরে না আসা পর্যন্ত কর্ণাটকের কুমারস্বামীর নেতৃত্বাধীন কংগ্রেস-জেডিএস জোট মন্ত্রিসভার দফতর বন্টন আপাতত স্থগিত রাখা হচ্ছে। একইসঙ্গে দলের কিছু পরিবর্তনের কাজও স্থগিত রাখা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বেশ কিছু জায়গায় দল পরিচালনায় দায়িত্ব বদল করা হয়েছে। সর্বশেষ বদল এআইসিসির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতার পরিবর্তন। রবিবার সিপি যোশীকে সরিয়ে সিপি যোশীকে সরিয়ে গৌরব গগৈকে দায়িত্বে আনা হয়েছে।

English summary
Before Taking Mother Abroad For Medical Check-Up Rahul Gandhi Tweets, BJP replied
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X