For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁধে রয়েছে একাধিক গুরু দায়িত্ব! বাজেট পেশের আগেই চিনে নিন নির্মলার সঙ্গী এই বরিষ্ঠ আমলাদের

কাঁধে রয়েছে একাধিক গুরু দায়িত্ব! বাজেট পেশের আগেই চিনে নিন নির্মলার সঙ্গী এই বরিষ্ঠ আমলাদের

  • |
Google Oneindia Bengali News

করোনাকালীন মন্দা দশার হাত থেকে উদ্ধার পেতে আসন্ন বাজেটের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। আগামী ১ লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরেই পেশ হতে চলেছে বাজেট। তার আগে ২৯ জানুয়ারি বসতে চলেছে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট অধিবেশন। এদিকে নির্মলা একা নন অর্থমন্ত্রকের একাধিক কর্তাব্যক্তিদের কাঁধে রয়েছে বিভিন্ন গুরু দায়িত্ব।

অজয় ভূষণ পান্ডে

অজয় ভূষণ পান্ডে

অর্থ মন্ত্রকের সব থেকে বরিষ্ঠ পাঁচ সচিবের মধ্যে সব থেকে বরিষ্ঠ এই আমলা। বর্তমানে তিনি রাজস্ব সচিবের দায়িত্বে অজয় ভূষণ পান্ডে। অজয় ভূষণ পান্ডে বর্তমানে এই পদবি রাখেন। মহারাষ্ট্র ক্যাডার থেকে ১৯৮৪-র ব্যাচ থেকে সরকারি দায়দায়িত্ব কাঁধে তুলে নেন অজয় বাবু। এমনকী এর আগে আধার দফতরেরও প্রধান আধিকারিকের দায়িত্ব সামলেছেন তিনি। আসন্ন বাজেটে এই অজয় ভূষণের হাতেই নেওয়া হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

 টি ভি সোমনাথন

টি ভি সোমনাথন

তামিলনাড়ু ক্যাডারের ১৯৮৭-র ব্যাচ থেকে দায়ভার গ্রহণ করেন এই বরিষ্ঠ কর্মকর্তা। এমনকী অর্থনীতিতে পিএইচডিও করেছে টি ভি সোমনাথন। এমনকী এর আগে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের অগাস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়েও কাজ করেছে তিনি। এমনকী বাজেট সংক্রান্ত যাবতীয় পরামর্শ যা এর আগে প্রধানমন্ত্রী দফতর থেকে আসত তারও বেশিরভাগ সোমনাথন এবং অর্থনীতি বিষয়ক সম্পাদক তরুণ বাজাজ দিয়েছেন বলে শোনা যায়।

 তরুণ বাজাজ

তরুণ বাজাজ

প্রধানমন্ত্রী দফতরে কাজ করা একাধিক প্রখ্যাত আমলাদের মধ্যে অন্যতম এই তরুণ বাজাজ। ২০২০ সালের এপ্রিলে নর্থ ব্লকে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে অর্থনীতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব সামলেছেন এই বরিষ্ঠ আমলা। লকডাউনে তার কাঁধে নতুন দায়িত্ব এসে পড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে প্রায় ৫ বছর কাজ করেছেন। এমনকী আত্মনির্ভর ভারত প্রকল্পের বাস্তবায়নেও তাঁর বড় ভূমিকা রয়েছে বলে শোনা যায়।

 তুহিন কান্তা পান্ডে

তুহিন কান্তা পান্ডে

বিনিয়োগ ও পাবলিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সচিবের পদে বহাল রয়েছেন কেন্দ্রের এই বরিষ্ঠ আমলা। ১৯৮৭ ব্যাচের পাঞ্জাব ক্যাডার থেকে কাজে যোগ দেন তিনি। ভারত পেট্রোলিয়াম, কনকর, শিপিং কর্পস এবং এয়ার ইন্ডিয়া, এমনকী এলআইসি-র বেসরকারীকরনেও এনার বিশেষ হাত রয়েছে বলে শোনা যায়।

দেবাশীষ পান্ডা

দেবাশীষ পান্ডা

মিডিয়ার সামনে আসতে আবার বরাবরই ইতস্থত বোধ করেন কেন্দ্রের এই বরিষ্ঠ আমলা। ১৯৮৭ সালের উত্তরপ্রদেশ ক্যাডার ব্যাচ থেকেই কাজে যোগ দেন তিনি। বর্তমানে আর্থিক পরিষেবা বিভাগের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। বাজেটে প্রত্যাশিত আর্থিক খাত-সম্পর্কিত সমস্ত ঘোষণাগুলি পুনর্নবীকরণ সহ আরও একাধিক পরিকল্পনার গুরু দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই।

সংখ্যা হ্রাস পেলেও এখনও ৬০ শতাংশ ভারতীয় করোনার টিকা নিতে দ্বিধাবোধ করছেন, দাবি সমীক্ষারসংখ্যা হ্রাস পেলেও এখনও ৬০ শতাংশ ভারতীয় করোনার টিকা নিতে দ্বিধাবোধ করছেন, দাবি সমীক্ষার

English summary
Before presenting the budget, get to know these senior bureaucrats, the companions of the finance minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X