For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে সংঘাতের বহু মাস আগে থেকেই ভারতের পেট্রোলিং-এ চিনের ধূ্র্ত চাল! কোন স্টান্সে খেলেছে বেজিং

  • |
Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে সংঘাত শুরু হওয়ার বহু মাস আগে থেকেই চিন পেট্রোলিং নিয়ে বহু প্যাঁয়তারা শুরু করে। ভারতের বিভিন্ন এলাকায় সেনার টহলদারি নিয়ে চিন চেনা ছকে এক ধূর্ত খেলা চালিয়েছে। জানাচ্ছে এক সর্বভারতীয় দৈনিকের খবর। একনজরে দেখে নেওয়া যাক কী ঘটেছে চিনের সীমান্তে।

 চিনের সীমান্তে লালফৌজের ছক

চিনের সীমান্তে লালফৌজের ছক

লাদাকে মে মাসের সংঘাতের এক মাস আগে প্যানগং সীমান্তে উত্তর অঞ্চল জুড়ে ভারতের টহলদারি বা পেট্রোলিংকে ব্লক করতে থাকার চেষ্টা শুরু করে চিন। সেই সময় চিনা ট্রুপ ভারতকে এলএসির ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে এইট পর্যন্ত জায়গায় প্রবেশ করতে দিত না বলে খবর উঠে এসেছে।

ডেপসাং ঘিরে বার্তা

ডেপসাং ঘিরে বার্তা

বেজিং কার্যত ডেপসাং ঘিরে ভারতকে কড়া বার্তা দিয়ে দিয়েছিল। ভারতকে ডেপসাংএর নির্দিষ্ট এলাকাগুলিতে চিরাচরিত টহলদরি থেকে আটকাবার প্যাঁয়তারা শুরু করে চিন। আর সেই মতে একাধিক ফ্রকশন পয়েন্টে ভারতকে ধরে রাখতে শুরু করার স্ট্র্যাটেজিতে শান দিয়েছে বেজিং।

 চিন ব্লক করে রেখেছে একাধিক পয়েন্ট

চিন ব্লক করে রেখেছে একাধিক পয়েন্ট

সর্বভারতীয় দৈনিকের খবর বলছে, লাদাখের পর পর ৫ টি পেট্রোলিং পয়েন্ট চিন ব্লক করে রাখতে শুরু করে দিয়েছিল, সংঘাত শুরুর ববু আগে থেকেই। লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১১, ১০, ১১ এ , ১২,১৩ এলাকায় টহলদারি যাতে ভারতীয় সেনার তরফে না হয়, তার সমস্ত রকমের বন্দোবস্ত করে রেখেছিল লালফৌজ।

 চিন ব্লক করে রেখেছে একাধিক পয়েন্ট

চিন ব্লক করে রেখেছে একাধিক পয়েন্ট

সর্বভারতীয় দৈনিকের খবর বলছে, লাদাখের পর পর ৫ টি পেট্রোলিং পয়েন্ট চিন ব্লক করে রাখতে শুরু করে দিয়েছিল, সংঘাত শুরুর ববু আগে থেকেই। লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১১, ১০, ১১ এ , ১২,১৩ এলাকায় টহলদারি যাতে ভারতীয় সেনার তরফে না হয়, তার সমস্ত রকমের বন্দোবস্ত করে রেখেছিল লালফৌজ।

 টহলদারি ও চিনের প্ল্যান

টহলদারি ও চিনের প্ল্যান

এই ৫ টি এলাকায় ভারতকে রুখে দেওয়া মানে যুদ্ধবিদ্যাতে খানিকটা স্ট্র্যাটেজিক ক্ষমতা দখল করে নেওয়া। কারণ ওই পেট্রোলিং পয়েন্টগুলি প্রথমত ভারতীয় সীমানার মধ্যে। দ্বিতীয়ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নয়, তার অনেকচাই ভিত রে, আর তৃতীয়ত এলাকাগুলির সঙ্গে ডেপসাংয়ের যোগাযোগ রক্ষিত হয়। ফলে ডেপসাং দখল করার লোলুপ দৃষ্টি নিয়ে চিন এই এলাকায় ব্লক করেছে ভারতীয় সেনার পেট্রোলিং। লাদাখ সংঘাতের বহু মাস আগে সীমান্তে এমন ঘটনা নিয়ে যদিও সেনা সূত্রে একটিও তথ্য পাওয়া যাচ্ছে না। তবে সংবাদমাধ্যমের নয়া রিপোর্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

English summary
Before Ladakh stand off China started blocking 5 patrol points in Despsang
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X