For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্যোতিরাদিত্যের পরিবারে বিজেপিতে কতজন সদস্য! সিন্ধিয়া রাজবংশ থেকে গেরুয়া শিবিরে যোগ নিয়ে কিছু তথ্য

জ্যোতিরাদিত্যের পরিবারে বিজেপির কতজন সদস্য! গোয়ালিয়ার রাজ পরিবারের ইতিহাস ও গেরুয়া শিবির

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে শুরু করে জাতীয় রাজনীতি তোলপাড়। মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার পতনের দিকে ইঙ্গিত দিয়ে এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ 'হাত' শিবিরের একাধিক সদস্য বিজেপির দিকে ঝুঁকে যেতে চাইছেন বলে খবর। নিশ্চিত খবর যে, বিজেপিতে যোগ দিচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিকে, সিন্ধিয়া রাজবংশে জ্যতিরাদিত্য ছাড়া আর কোন কোন সদস্য এই বিজেপির সদস্য , দেখে নেওয়া যাক।

ঠাকুমার ইচ্ছাপূরণ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ঠাকুমার ইচ্ছাপূরণ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

তাঁর ঠাকুমা ছিলেন গোয়ালিয়ার রাজবংশের রাজরানী। পাশাপাশি তিনি ছিলেন জন সংঘ ( গেরুয়া ঘরানা) অন্যতম সদস্য।আর সেই বিজয়ারাজে সিন্ধিয়া চেয়েছিলেন নাতি জ্যোতিরাদিত্য যেন যোগ দেন বিজেপিতে। ছেলে মাধব রাও যখন ২০০১ সালে দুর্ঘটনায় মারা যান, তখন নাতির কংগ্রেসে যোগদান মেনে নিতে পারেননি বিজয়ারাজে। আর সেই ঘটনার পর আজ ১০ মার্চ ২০২০ সালে নাতি জ্যোতিরাদিত্য ঠাকুমার সেই ইচ্ছাই সম্ভবত পূরণ করতে চলেছেন।

গেরুয়া শিবির ও সিন্ধিয়া ইতিহাস

গেরুয়া শিবির ও সিন্ধিয়া ইতিহাস

জ্যোতিরাদিত্যর ঠাকুমা বিজয়ারাজে ১৯৫৭ সালে কংগ্রেসের হাত ধরে শুরু করেন রাজনৈতিক পদক্ষেপ। এরপর তিনি জনসংঘে যোগ দেন। ১৯৭১ সালে গোয়ালিয়ারকে জনসংঘের অন্যতম দূর্গ হিসাবে গড়ে তোলেন বিজয়ারাজে। তাঁর ছেলে মাধব রাও-ও পার্টিতে যোগ দেন। এমনকি গোয়ালিয়ার থেকে জনসংঘের তৎকালীন সদস্য অটলবিহারী বাজপেয়ীও জিতে ফেরেন।

গেরুয়া শিবির ও মাধব রাও

গেরুয়া শিবির ও মাধব রাও

পরবর্তীকালে,ভারতে জরুরি অবস্থার সময় জনসংঘের রাস্তা ছেড়ে দেন মাধব রাও সিন্ধিয়া। তিনি যোগ দেন কংগ্রেসে। যা মেনে নিতে পারেননি তাঁর মা। চেয়েছিলেন নাতি অন্তত যেন বিজেপিতে যোগ দেন। এদিকে, ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দিয়ে গুনা কেন্দ্র থেকে ফের জেতেন মাধব রাও। আর সেই ধারা ধরে রেখে গুনাতে জ্যোতিরাদিত্য জিততে শুরু করেছিলেন ২০০২ নির্বাচন থেকেই। তবে সেই পরম্পরা ভাঙে ২০১৯ লোকসভা ভোটে।

 জ্যোতিরাদিত্যর পিসি বসুন্ধরা ও বিজেপি যোগ

জ্যোতিরাদিত্যর পিসি বসুন্ধরা ও বিজেপি যোগ

ছেলে মাধব রাও যখন কংগ্রেসে যোগ দিচ্ছেন তখন তা মেনে নিতে পারেননি বিজয়ারাজে। সেই সময় ১৯৮৪ সালে বিজয়ারাজের দুই মেয়ে বসুন্ধরা ও যশোধরা যোগ দেন বিজেপিতে। পরবর্তীকালে বিজেপির দাপুটে নেত্রী হিসাবে উঠে আসেন বসুন্ধরা। হয়ে ওঠেন রাজস্থান বিজেপির অন্যতম মুখ। ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। রাজস্থানে বিজেপির তরফে বসুন্ধরা মুখ্যমন্ত্রীও হয়ে ওঠেন।

মধ্যপ্রদেশ সরকারে মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্যর পিসি!

মধ্যপ্রদেশ সরকারে মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্যর পিসি!

জ্যোতিরাদিত্যর অন্য পিসি যশোধরা এককালে মধ্যপ্রদেশ বিজেপির নামী সদস্য ছিলেন। তিনি শিবরাজ সিং সরকারের মন্ত্রীও ছিলেন। আর সেই মধ্যপ্রদেশে এবার যশোধরার ভাইপো জ্যোতিরাদিত্যও যোগ দিতে চলেছেন বিজেপিতে।

নেতৃত্ব তো আর এক পেয়ালা চা নয়! জ্যোতিরাদিত্যের প্রস্থানে তাৎপর্যপূর্ণ পোস্ট সঞ্জয়েরনেতৃত্ব তো আর এক পেয়ালা চা নয়! জ্যোতিরাদিত্যের প্রস্থানে তাৎপর্যপূর্ণ পোস্ট সঞ্জয়ের

English summary
Scindia Family Members who joined BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X