For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফ্লোর টেস্ট' এর আগে কান্নায় ভেঙে পড়লেন ইয়েদুরাপ্পা, ইস্তফার ঘেষণা

সকাল থেকেই টান টান উত্তেজনা নিয়ে শুরু হয়ে ছিল কর্ণাটক বিধানসভা অধিবেশন। সেই উত্তেজনাকেসঙ্গে নিয়েই শুরু হয়ে গেল কর্ণাটক ফ্লোর টেস্ট।

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকেই টান টান উত্তেজনা নিয়ে শুরু হয়ে ছিল কর্ণাটক বিধানসভা অধিবেশন। সেই উত্তেজনাকে সঙ্গে নিয়েই ফ্লোর টেস্ট হওয়ার কথা।তবে তার আগেই পদ থেকে ইস্তফা দেন বি এস ইয়েদুরাপ্পা।

ফ্লোর টেস্ট এর আগে কান্নায় ভেঙে পড়লেন ইয়েদুরাপ্পা, ইস্তফার ঘেষণা

সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের আগে বিধানসভায় বক্তব্য রাখেন বিজেপি-র বিএস ইয়েদুরাপ্পা। ফলে এখন আর সম্ভাবনা রইল না আস্থা ভোটের। এদিকে বক্তব্য রাখার সময়ে আবেগপ্রবণ হয়ে কেঁজে ফেলেন বি এস ইয়েদুরাপ্পা।

এদিন তাঁকে ও তাঁর পার্টিকে কর্ণাটক বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হত। তাহলেই স্পষ্ট হবে কন্নড়ভূমের তখত কার দখলে থাকবে। অন্য়দিকে, কর্ণাটকে সরকার গড়ার বিষয়ে আশাবাদী কংগ্রেস ও জেডিএস শিবির।ইতিমধ্যেই, নিখোঁজ কংগ্রেস বিধায়ক আনন্দসিংকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল কন্নড় রাজনীতি। আস্থা ভোটের আগে তাঁকেও দেখা যায় বিধানসভায়।

সকালেই ইয়েদুরাপ্পা, সিদ্দারামাইয়াদের শপথ নেওয়ার ছবি প্রকাশ্যেও এসেছে। কিন্তু, সারা দেশের এখন নজর কর্ণাটকের বিধান সৌধ-এর অধিবেশন কক্ষে। সরকার গঠন নিয়ে শেষ হাসি কে হাসতে চলেছেন? এমনই প্রশ্ন বারাবার সামনে আসছে।

English summary
Before Floor test Yedurappa breaks down, and resigns at Karnataka Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X