For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তাঁকে বিহারবাসী বিশ্বাস করে না', নির্বাচনের আগে হঠাৎই শরিক নেতাকে কটাক্ষ অনুরাগের

Google Oneindia Bengali News

লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ানকে বিহারবাসী বিশ্বাস করে না৷ বিহার নির্বাচনের একদিন আগে এই মন্তব্য় করলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর৷ বলেন, এলজেপি বিহারের নির্বাচনে এনডিএ-র সঙ্গী নয়৷ এনডিএ-র মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমার৷ তারা একক সংখ্য়াগরিষ্ঠাতা নিয়ে আবারও বিহারে সরকার গড়বে৷

বিহারের মানুষ চিরাগকে বিশ্বাস করে না

বিহারের মানুষ চিরাগকে বিশ্বাস করে না

যুব মোর্চা নেতা তেজস্বী সূর্য সোমবার চিরাগ পাসোয়ানের প্রশংসা করেন৷ তাঁকে নিজের খুব কাছের বন্ধু বলে পরিচয় দিয়ে নির্বাচনের জন্য় শুভেচ্ছা জানান৷ তারই প্রেক্ষিতে অনুরাগ ঠাকুর বলেন, বিহারের মানুষ চিরাগ পাসোয়ান ও তাঁর এলজেপি-কে বিশ্বাস করে না৷ এমনকী বিহারের রাজনীতিতে এনডিএ-র সঙ্গে এলজেপি-র কোনও সম্পর্ক নেই৷

বিহারের মহাজোটকেও আক্রমণ করেন অনুরাগ ঠাকুর

বিহারের মহাজোটকেও আক্রমণ করেন অনুরাগ ঠাকুর

বিহারের মহাজোটকেও আক্রমণ করেন অনুরাগ ঠাকুর৷ তেজস্বী যাদবকে আক্রমণ করে তিনি বলেন, টুকরে টুকরে গ্য়াংয়ে লালুপ্রসাদ যাদবেরই কোনও বিশ্বাসযোগ্য়তা নেই৷ তাঁর প্রশ্ন, বিহারবাসী কীভাবে আরজেডি-কে বিশ্বাস করবে? যেখানে তেজস্বী যাদব নিজেই তাঁর প্রচারের ব্য়ানার থেকে নিজের বাবা ও মায়ের ছবি সরিয়ে দিয়েছেন৷ তেজস্বী সেই সব মানুষদের সঙ্গে রয়েছে যারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে৷

রাজ্যে আবারও গুন্ডারাজ শুরু হবে

রাজ্যে আবারও গুন্ডারাজ শুরু হবে

শুধু তাই নয়, আরজেডি ক্ষমতায় এলে সে রাজ্যে আবারও গুন্ডারাজ শুরু হবে বলে মন্তব্য করেন তিনি৷ বলেন, বাবা-মায়েরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকবেন৷ বিহারবাসী আরজেডিকে ভোট দিলে বিহার রাজ্য জুড়ে জঙ্গল রাজ ফিরে আসাটা সময়ের অপেক্ষা মাত্র৷

<strong>রাত পোহালেই নির্বাচন, প্রথম দফায় পাল্লা ভারী কার? একনজরে অঞ্চলের ভোট সমীকরণ</strong>রাত পোহালেই নির্বাচন, প্রথম দফায় পাল্লা ভারী কার? একনজরে অঞ্চলের ভোট সমীকরণ

English summary
Before Elections BJP leader Anurag Thakur said that Bihar does not believe in LJP chief Chirag Paswan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X