For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাউকটে ধেয়ে আসার আগে মাঝ সমুদ্রে আটকে পড়া ৪১০ টি প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ! রুদ্ধশ্বাস অপারেশনে ভারতীয় সেনা

তাউকটে ধেয়ে আসার আগে মাঝ সমুদ্রে আটকে পড়া ৪১০ টি প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ! রুদ্ধশ্বাস অপারেশনে ভারতীয় সেনা

Google Oneindia Bengali News

এদিন সকাল থেকেই ঘূর্ণিঝড় তাউকটের গতিপ্রকৃতি অবাক করেছে বিজ্ঞানীদের। কীভাবে এই ঘূর্ণিঝড় আচমকা গতি বাড়িয়ে ভয়াবহ রূপ নিচ্ছে, তা রীতিমতো অবাক করছে অনেককে। ক্রমেই সাগরের বুকে উপযুক্ত পরিবেশ পেয়ে এই ঝড় শক্তি বাড়াতেই তা আশঙ্কায় ফেলেছে একাধিক রাজ্যকে। এদিন সন্ধ্যে ৮ টার মধ্যে গুজরাত উপকূলে তাউকটে আছড়ে পড়বে বলে খবর। এমন অবস্থায় আরব সাগরের বুকে কী ঘটে গিয়েছে দেখা যাক।

উত্তাল ঢেউ পেরিয়ে প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ

উত্তাল ঢেউ পেরিয়ে প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ

সাইক্লোন তাউকটে আছড়ে পড়ার আগে তা মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিয়ে তৈরি ভারতীয় সেনা থেকে প্রশাসন। এদিকে ঝড়ের আগে মহারাষ্ট্র জুড়ে এমনই তাণ্ডব শুরু হয়েছে , যে তার জেরে বিঘ্নিত সেখানের ট্রেন থেকে বিমান পরিষেবা। এদিকে, প্রস্তুতির মাঝেই মাঝ সমুদ্র থেকে এসওএস কল পায় ভারতীয় সেনা। ৪১০ টি প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে উত্তাল ঢেউ পেরিয়ে সাগরে নামে সেনার রণতরী।

 কী ঘটেছে আরব সাগরের বুকে?

কী ঘটেছে আরব সাগরের বুকে?

মুম্বইয়ের কাছে আরব সাগরে হীরা অয়েল ফিল্ডসের কাছে 'পি থ্রি জিরো ফাইভ' নামের একটি বোট আটকে পড়ে বলে ভারতীয় নৌসেনার কাছে তথ্য আসে। ঘূর্ণিঝড়ের কাউন্টডাউনের মাঝেই ওই বোট উদ্ধারে নামে সেনার যুদ্ধজাহাজ। এদিকে, আরও একটি বার্জে ১৩৭ জনের আটকে পড়ার খবর পেতেই সেনার রণতরী আইএনএস কলকাতা নামে উদ্ধারে। দুটি জলসওয়ারি মিলিয়ে মোট ৪১০ জনের প্রাণ রক্ষার চ্যালেঞ্জ আপাতত সেনার হাতে।

প্রাণ বাঁচাতে হেলিকপ্টারের সাহায্য

প্রাণ বাঁচাতে হেলিকপ্টারের সাহায্য

এদিকে, দুটি জলসওয়ারি মাঝ সমুদ্রে কোথায় রয়েছে তাকে ট্র্যাক করতে আকাশপথে নৌসেনার হেলিকপ্টার চলাচল শুরু করেছে। সূত্রের খবর মাঝ সমুদ্রের দুই জলযানে ঢুকে পড়েছে জল। ফলে প্রবলভাবে বিপর্যন্ত দুটি যান।

ঘূর্ণিঝড় তাউকটে ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত, আছড়ে পড়তে পারে ১৮৫ কিমি গতিতেঘূর্ণিঝড় তাউকটে ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত, আছড়ে পড়তে পারে ১৮৫ কিমি গতিতে

 পরিস্থিতি নিয়ে মোদী-উদ্ধব কথা

পরিস্থিতি নিয়ে মোদী-উদ্ধব কথা

এদিকে, সাইক্লোন তাউকটের প্রভাবে মহারাষ্ট্রে ইতিমধ্যেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। বিপর্যস্ত সেখানের স্বাভাবিক জনজীবন। এদিকে, করোনা পরিস্থিতিতিও সেখানের মুখ্যমন্ত্রীকে চিন্তিত রেখেছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন যায়, উদ্ধব ঠাকরের কাছে।

English summary
Before Cyclone Tauktae landfall navy rushes warship to rescue 410 people stranded in Sea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X