For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের একাধিক জঙ্গিগোষ্ঠীর নয়া হামলার ব্লু প্রিন্ট ফাঁস! হাই অ্যালার্টে কোন এলাকা

Google Oneindia Bengali News

ড্রোন হামলার পর জম্মু ঘিরে কার্যত অতন্দ্র প্রহরায় আরও কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে সেনার তরফে। এদিকে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা গোপনে ভারতের সেনা প্রতিষ্ঠানগুলিতে ভুয়ো ফোন কল করে রীতিমতো তথ্য হাতানোর ছক কষছে বলে খবর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। এই পরিস্থিতিতে আরও একটি চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভারতীয় গোয়েন্দাদের হাতে।

ফাঁস হল ব্রুল প্রিন্ট

ফাঁস হল ব্রুল প্রিন্ট

ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জম্মুর মন্দিরে পাকিস্তানের দুই জঙ্গিগোষ্ঠী একযোগে হামলার ছক কষছে। এই দুই জঙ্গিগোষ্ঠীর মধ্যে একটি লস্কর ই তৈবা ও অন্যটি জইশ-এ মহম্মদ। এই দুই সন্ত্রাসবাদী শিবির আগেও ভারতের বুকে প্রবল হামলা চালিয়েছে। তবে এবার ১৫ অগাস্টের আগে তাদের ছক ফাঁস হয়েছে।

কোথায় হামলার ছক?

কোথায় হামলার ছক?

জানা গিয়েছে, জম্মুর বুকে হামলরা ছক কষছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী। এর আগে জম্মুর বুকে আগেই ভারতীয় সেনা পরিচালিত বিমানবন্দরে ড্রোন হামলা ঘটেছে। এরপর এরা জম্মুর বুকে একাধিক মন্দিরে জঙ্গি হামলা চালিয়ে যাওয়ার পথে নীলনক্সা বানিয়ে যাচ্ছে লস্কর ই তৈবা ও জইশ ই মহম্মদ গোষ্ঠী। এমনই তথ্য জানা গিয়েছে।

সন্ত্রাস শিবিরের মূল লক্ষ্য কী ?

সন্ত্রাস শিবিরের মূল লক্ষ্য কী ?

পাকিস্তানের বুকের এই জঙ্গি শিবিরগুলি মূলত, ২০১৯ সালে কাশ্নীর প্রসযঙ্গে ভারতের সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতায় একের পর এক হামলা চালানোর ছক কষে যাচ্ছে। ২০১৯ সালে ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ দারা তুলে নেয় অমিত শাহের মন্ত্রক। সেই পরিস্থিতিতে প্রতিবাদের ঝড় আসে পাকিস্তান থেকে। তবে বহু প্রচেষ্টাতেও ভারতের নিরাপত্তার জাল ভেঙে কোনও বড় সন্ত্রাস হামলা তারপর থেকে হয়নি সেভাবে।

 জঙ্গিদের ফোকাসে কী?

জঙ্গিদের ফোকাসে কী?

ভারতীয় গোয়েন্দা সূ্ত্র জানা গিয়েছে, মূলত মন্দিরে হামলা করে জঙ্গিরা ভারতে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে চাইছে। আর সেই লক্ষ্য়েই ২০১৯ সালের ৫ অগাস্টের ঘটনার রেশ ধরে ২০২১ সালের ৫ অগাস্টে এমন হামলার ছকে ব্রতী সন্ত্রাসবাদীরা। ফলে জম্মুর বিভিন্ন জায়গায় জারি হয়েছে হাই অ্যালার্ট।

ফোকাসে অগাস্ট, চড়ছে ভূস্বর্গে পারদ

ফোকাসে অগাস্ট, চড়ছে ভূস্বর্গে পারদ

প্রসঙ্গত, অগাস্ট মাসের ৫ তারিখ ২০১৯ সালে কাশ্মীর থেকে যেমন ৩৭০ ধারা অবলুপ্ত করা হয়, তেমনই সেই দিনই ঘোষিত হয় যে কাশ্মীর ও জম্মু আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল। আলাদা করা হয় লাদাখকে। এদিকে, এরপরই ১৫ অগাস্ট রয়েছে দেশের স্বাধীনতা দিবস। আর এমন দিনকেই টার্গেটে রেখে জঙ্গি শিবিরগুলি ভূস্বর্গের বুকে তৎপরতা বাড়ায়। এই পরিস্থিতিতে ভূস্বর্গ ঘিরে গোয়েন্দাদের নয়া রিপোর্টে বাড়ছে জল্পনা।

ভূস্বর্গে

English summary
Pakistan terror groups plans for certain attack on Jammu Temples. High alert for Jammu temples before 15 th august.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X