For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গো-মাংস পুরোপুরি নিষিদ্ধ হল মহারাষ্ট্রে, ধরা পড়লেই ৫ বছরের জেল ১০ হাজার টাকা জরিমানা

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৩ মার্চ : গরু, বাছুর, বলদ অথবা ষাড় হত্য়া পুরোপুরি নিষিদ্ধ হল মহারাষ্ট্রে। ধরা পড়লেই জামিন অযোগ্য ধারায় মামলা ও দোষী প্রমাণিত হলে ৫ বছরের কারাবাস।

মহারাষ্ট্রের প্রাণী সংরক্ষণ আইন (মাপা) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সোমবার সম্মতি জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

গো-মাংস পুরোপুরি নিষিদ্ধ হল মহারাষ্ট্রে, ধরা পড়লেই ৫ বছরের জেল ১০ হাজার টাকা জরিমানা


এমনিতে মহারাষ্ট্রে গো-হত্যা নিষিদ্ধ রয়েছে বহুদিন ধরে। নয়া সংশোধনী এনে তার সঙ্গে বাকি প্রাণীদেরও এই তালিকায় যোগ করা হয়েছে। তবে শর্তসাপেক্ষে মোষ বলির অধিকার খর্ব করা হয়নি বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

আগের আইনে গো-হত্যাকারীর ছয় মাসের জেল ও এক হাজার টাকা জরিমানার শাস্তি ছিল। নয়া সংশোধনীতে তা বাড়িয়ে পাঁচ বছর ও জরিমানা ১০ হাজার টাকা করা হয়েছে।

১৯৯৫ সালে বিজেপি-শিবসেনার যৌথ সরকার গরুর পাশাপাশি বাছুর, বলদ ও ষাড় হত্য়া পুরোপুরি নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় সংশোধনী আনে। ১৯৯৬ সালে তাতে সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। ১৯ বছর ধরে আটকে থাকার পর সংবিধানের ২০১ ধারা অনুযায়ী সেই আইনেরই রাষ্ট্রপতি ভবন থেকে সম্মতি মিলেছে বলে সোমবার মহারাষ্ট্র সরকার সূত্রে জানানো হয়েছে।

গত বছরের নভেম্বরে ক্ষমতায় আসার পর দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বাধীন বিজেপি সরকার বিলটি ফের একবার রাষ্ট্রপতির দরবারে সম্মতির জন্য পাঠায়।

English summary
Beef completely ban in Maharashtra, 5 years jail for slaughter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X