For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌টিকটক, ইনস্টাকে পেছনে ফেলে ভারতে শীর্ষে জুম ভিডিও কলিং অ্যাপ

‌টিকটক, ইনস্টাকে পেছনে ফেলে ভারতে শীর্ষে জুম ভিডিও কলিং অ্যাপ

Google Oneindia Bengali News

টিকটক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপের চেয়েও এখন ভারতে জুম অ্যাপের চাহিদা সবচেয়ে বেশি। জানা গিয়েছে, ভিডিও কনফারেন্স অ্যাপ জুম এখন এই দেশে গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশি ডাউনলোড করা হচ্ছে।

লকডাউনের সময় জনপ্রিয়তা বাড়ছে জুমের

লকডাউনের সময় জনপ্রিয়তা বাড়ছে জুমের

করোনা ভাইরাসের জেরে যখন সবকিছু লকডাউনে রয়েছে, কর্মস্থানগুলি ও ব্যবসাও প্রায় বন্ধ, ঠিক তখনই জুম ক্লাউড মিটিং বেশি করে আরও জনপ্রিয় হয়েছে। কারণ এখন বহুজনই বাড়ি থেকে বসে কাজ করছেন এবং জুম ভিডিও অ্যাপসের মাধ্যমে বিভিন্ন মিটিং সারছেন। এছাড়াও পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখার ক্ষেত্রে জুম অ্যাপ বেশ কাজের।

একসঙ্গে ১০ জনের সঙ্গে কথা বলতে পারবেন

একসঙ্গে ১০ জনের সঙ্গে কথা বলতে পারবেন

জুমের পাশাপাশি আরও কিছু ভিডিও কলিংয়ের অ্যাপও রয়েছে ঠিকই কিন্তু এই জুমের মাধ্যমে আপনি একটা কলিংয়ে ১০ জনেরও বেশি জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোয়ারান্টাইন সময়ে সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়াও অফিসে সহকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার ক্ষেত্রেও তা যথেষ্ট কার্যকর। ভারতে এখনও পর্যন্ত জুম অ্যাপ ডাউনলোড করেছেন ৫০ মিলিয়ন মানুষ। এই দেশে জুমের পাশাপাশি যথেষ্ট জনপ্রিয় টিকটক ও হোয়াটস অ্যাপও এবং এগুলিও গুগল প্লে থেকে অনেকেই ডাউনলোডও করেন।

জুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে

জুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে

সম্প্রতি জুম কিছু ভুল কারণের জন্য শিরোনামে এসেছিল। জুমের আইওএস অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ফেসবুকে ডেটা পাঠিয়ে দেয়। ব্যবহারকারী কোনও ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও ডেটা পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘‌ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে জুম অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। আমরা ফেসবুকে লগিনের মধ্য দিয়ে এই জুম অ্যাপে প্রবেশের পাশাপাশি অন্য বিকল্পের ভাবনা করছি, যাতে ব্যবহারকারী সেটা ব্যবহার করতে পারে।'‌

৫ টি ট্যাক্স-এ পরিবর্তন! ১ এপ্রিল থেকে চালু নতুন ব্যবস্থা, একনজরে৫ টি ট্যাক্স-এ পরিবর্তন! ১ এপ্রিল থেকে চালু নতুন ব্যবস্থা, একনজরে

English summary
Although there are several other video calling apps, Zoom particularly stands apart as it is one of the few in the market to allow video calling with more than 10 people at a time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X