For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর করা 'মোদীকে ডান্ডা পেটা' মন্তব্য ঘিরে উত্তাল সংসদ, বিজেপি-বিরোধী তরজায় মুলতুবি অধিবেশন

রাহুল গান্ধীর করা 'মোদীকে ডান্ডা পেটা' মন্তব্য ঘিরে উত্তাল সংসদ, বিজেপি-কংগ্রেস তরজায় মুলতুবি অধিবেশ

Google Oneindia Bengali News

মোদীকে ডান্ডা দিয়ে মারার বিতর্কিত মন্তব্য নিয়ে শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। কয়েকদিন আগে দিল্লিতে নির্বাচনী সভা থেকে মন্তব্যটি করেছিলেন রাহুল গান্ধী। আজ এই মন্তব্য ঘইরেই সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন ও বিরোধীদের মধ্যে বাদানুবাদ হয়। এর জেরে এক ঘণ্টার জন্য সভা মুলতুবি ঘোষণা করতে বাধ্য হন অধ্যক্ষ।

রাহুল গান্ধীকে বাধা দিতেই বিবাদ বাধে

রাহুল গান্ধীকে বাধা দিতেই বিবাদ বাধে

আজ লোকসভায় প্রশ্ন-উত্তর পর্ব চলাকালীন রাহুল গান্ধী একটি প্রশ্ন করতে উঠলে তাঁকে বাধা দিয়ে হর্ষ বর্ধন বলেন, 'রাহুল গান্ধী কিছু বলার আগে আমি তাঁর প্রধানমন্ত্রীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের কড়া নিন্দা জানাতে চাই।' এরপরই কংগ্রেসের সাংসদরা হর্ষ বর্ধনের বিরুদ্ধে গলা চড়াতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অধিবেশন মুলতুবি ঘষণা করে দেওয়া হয়।

 রাহুলকে কটাক্ষ করেন মোদী

রাহুলকে কটাক্ষ করেন মোদী

বৃহস্পতিবার সংসদে রাহুলের করা মন্তব্য নিয়ে মোদী নিজেই কটাক্ষ করেন কংগ্রেস সাংসদকে। তিনি বলেন, 'আমি শুনলাম যে এক কংগ্রেস নেতা (রাহুল গান্ধী) গতকাল বলেন যে মোদীকে ৬ মাসের মধ্যে দেশের যুব সমাজ ডান্ডা পেটা করবে। আমি এই মন্তব্য শোনার পর সিদ্ধান্ত নিয়েছি যে আমার সূর্য নমস্কারের সময় বাড়িয়ে দেব। এতে আমার পিঠ আরও মজবুত হবে। আমি এমনিতেও এখন গালি-প্রুফ হয়ে গিয়েছি।'

রাহুল গান্ধীকে টিউব লাইট বলেন প্রধানমন্ত্রী

রাহুল গান্ধীকে টিউব লাইট বলেন প্রধানমন্ত্রী

এর আগে রাহুল গান্ধীকে টিউব লাইট বলেও কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বস্তুত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন তাঁর বিরোধিতা করতে ওঠেন অধীর রঞ্জন চৌধুরী। তখন অধীর চৌধুরীকে বসে যেতে বলে প্রধানমন্ত্রী যখন আবার নিজের ভাষণ শুরু করতে যান তখন রাহুল গান্ধী অধীর চৌধুরীর সমর্থনে বলতে ওঠেন। তখন প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, 'আমি ২০-৪০ মিনিট ধরে বলছি। কিন্তু কারেন্ট পৌঁছাতে এতক্ষণ লাগল। অনেক সময় টিউব লাইট এরকম হয়ে থাকে।'

'মোদীকে ডান্ডা পেটা'

'মোদীকে ডান্ডা পেটা'

বিতর্কের সূত্রপাত দিল্লির এক নির্বাচনী জনসভা থেকে। কংগ্রেসের পক্ষে সেই জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাহুল গান্ধী। সেখানেই রাহুল গান্ধী বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, 'প্রধানমন্ত্রী বাড়ি থেকে বেরোতে পারবেন না। যুব সমাজ তাঁকে লাঠি পেটা করবে আর তাঁকে বুঝিয়ে দেবে যে এই দেশ এগিয়ে যেতে পারবেন না চাকরির সুযোগ না বাড়ালে।'

English summary
beat Modi with sticks, Lok Sabha adjourned amid ruckus between BJP, Opposition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X