বিপাশা দুর্ঘটনা: ৫ ছাত্রছাত্রীর মরদেহ পৌছল হায়দ্রাবাদে

রবিবার সন্ধ্যায়, হায়দ্রাবাদ থেকে আসা প্রায় ৬৫ জনের একটি ছাত্রছাত্রীদের দল মান্ডি থেকে মানালির দিকে যাচ্ছিলেন। পথে মানালি-কিরাটপুর হাইওয়েতে বিপাশা নদীকে তীরে দাঁড়িয়ে ছবি তুলতে নামেন ২৪ জ ছাত্রছাত্রী। সেই সময় লরজি জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার থেকে ১০০ কিউসেক জল ছাড়া হয়। সেই জলের তোড়ে ভেসে যান ছাত্রছাত্রীরা। উদ্ধারকার্য শুরু হলে সোমবার ৪ ছাত্রী ও ১ ছাত্র সহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। বাকিদের এখনও কোনও খোঁজ মেলেনি। তবে খবর পাওয়া না গেলেও তাঁদের বাঁচার সম্ভাবনাও যে অত্যন্ত ক্ষীণ তা জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
বাকি ২০ জনের জন্য এখনও চলছে তল্লাশি অভিযান। এনডিআরএফ এর কমান্ডিং অফিসার জয়দীপ সিং জানিয়েছেন, ৮৪ জনের এখটি সন্ধানকারী দল উদ্ধারকাজে নেমেছে। এদের মধ্যে ১০ জন ডুবুরি রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনার তরফেও হারিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের সন্ধান শুরু হয়েছে।