For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেরি করে আসায় ঘরের বাইরে, লেট-লতিফ সাংসদদের মোদীর দাওয়াই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর: দেরিতে এলেই মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হবে। হাজারো অনুনয়-বিনয়েও চিঁড়ে ভিজবে না। লেট লতিফ বিজেপি সাংসদদের 'শায়েস্তা' করতে কঠোর মনোভাব নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, সংসদের অধিবেশন যতদিন চলবে, যখনই চলবে, ঠিক সময়ে আসতে হবে।

সংসদে অধিবেশন চলার সময় প্রতি মঙ্গলবার সকালে বৈঠকে বসেন বিজেপি সাংসদরা। অটলবিহারী বাজপেয়ীর সময় থেকে এই রীতি চলে আসছে। সাধারণত সংসদের বালযোগী প্রেক্ষাগৃহে এই অধিবেশন হয়। লোকসভা ও রাজ্য়সভায় কী রণকৌশল নেওয়া হবে, তা ঠিক করা হয় এখানে। আর এক্ষেত্রে এ বার শ্যেন দৃষ্টি পড়েছে শৃঙ্খলাপরায়ণ প্রধানমন্ত্রীর।

শোনা গিয়েছে, গত মঙ্গলবার সাড়ে ন'টায় বালযোগী প্রেক্ষাগৃহে বৈঠকে বসেছিলেন বিজেপি সাংসদরা। সওয়া ন'টা নাগাদ খোদ নরেন্দ্র মোদীও পৌঁছে যান। বৈঠক শুরু হওযার অন্তত আধ ঘণ্টা পর হেলেদুলে এসে হাজির হন ২০ জন বিজেপি সাংসদ। ঘরে ঢুকতে গেলে প্রধানমন্ত্রী তাঁদের বলেন, "এত দেরি হল কেন? কী এমন কাজ ছিল? বাইরে দাঁড়িয়ে থাকুন আপনারা।" দৃশ্যত হতচকিত সাংসদরা আর কিছু বলার সাহস পাননি। তাঁরা ঠায় বাইরেই দাঁড়িয়ে থাকেন। বৈঠক শেষে বেঙ্কাইয়া নাইডু তাঁদের ডেকে বলেন, "পরের দিন থেকে ঠিক সময় আসবেন। দেরি যেন না হয়। প্রধানমন্ত্রী কিন্তু ঘড়ি ধরে চলতে পছন্দ করেন।"

সততা এবং শৃঙ্খলার প্রশ্নে কখনওই সমঝোতা করতে রাজি নন নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেছিলেন, "নিজে খাব না, কাউকে খেতেও দেব না।" এ বার আবার নিয়মানুবর্তিতা নিয়ে কঠোর বার্তা দিলেন তিনি।

English summary
Be punctual, Narendra Modi says his MPs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X