For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে খোঁজ নেই ৩ হাজারের বেশি করোনা রোগীর! ল্যাবগুলির দ্বারস্থ প্রশাসন

বেঙ্গালুরু-সহ কর্নাটক জুড়ে বাড়ছে করোনা ভাইরাস। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ৩০০০ হাজার খুঁজে না পাওয়া করোনা রোগী। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৩০০০-এর বেশি করোনা পজিটিভ রোগীর কোনও খোঁজ পাও

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু-সহ কর্নাটক জুড়ে বাড়ছে করোনা ভাইরাস। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ৩০০০ হাজার খুঁজে না পাওয়া করোনা রোগী। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৩০০০-এর বেশি করোনা পজিটিভ রোগীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রসঙ্গটি উঠে এসেছিল।

অনলাইনের ক্লাসে সমস্যা! রাজ্যের সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ভাবনাঅনলাইনের ক্লাসে সমস্যা! রাজ্যের সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ভাবনা

বেঙ্গালুরুতে ৩৩৩৮ করোনা রোগীর খোঁজ নেই

বেঙ্গালুরুতে ৩৩৩৮ করোনা রোগীর খোঁজ নেই

শুরু থেকে এখনও পর্যন্ত ৩৩৩৮ জন করোনা রোগীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এঁদের সবারই রিপোর্ট পজিটিভ ছিল। জানিয়েছেন বিবিএমপি কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ।

ভুল ফোন ও ঠিকানা দেওয়ার অভিযোগ

ভুল ফোন ও ঠিকানা দেওয়ার অভিযোগ

তদন্তে দেখা গিয়েছে এইসব রোগীরা ভুল টেলিফোন নম্বর দিয়েছিলেন। সঙ্গে তাঁরা যে ঠিকানা দিয়েছিলেন তাও ঠিক নয়।

ল্যাবগুলির কাছে তথ্য চাইছে বিবিএমপি

ল্যাবগুলির কাছে তথ্য চাইছে বিবিএমপি

এই ধরনের ক্ষেত্রে যেসব রোগীর নাম জড়িয়েছে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট ল্যাবগুলির কাছে তথ্য চাওয়া হয়েছে। সেই সব রোগীর ফোনে যাওয়া ওটিপির মাধ্যমেই পরিচয় পত্র ও ঠিকানা সংগ্রহ করতে পারবে।

করোনায় বেঙ্গালুরুর পরিস্থিতি

করোনায় বেঙ্গালুরুর পরিস্থিতি

যে সব রাজ্যের করোনা পরিস্থিতি খারাপ সেই তালিকায় রয়েছে কর্নাটক। আর রাজ্যের পজিটিভ কেসের মধ্যে ৪৮% বেঙ্গালুরুর। আর অ্যাকটিভ কেসের মধ্যে ৫৭% বেঙ্গালুরুর। করোনা পরিস্থিতি সংকটজনক জায়গায় চলে গিয়েছে বেঙ্গালুরুেত। করোনা ভাইরাসের চিকিৎসা পরিষেবা নিয়ে বাড়ছে সংকট। চিকিৎসকরাই জানিয়েছে করোনা রোগীদের ওষুধ পাওয়া যাচ্ছে না বেঙ্গালুরুতে সেকারণে তাঁদের চিকিৎসা দিতে দেরি হচ্ছে। এমনকী রোগীদের দেখাশোনা করার লোকেরও সংকট দেখা দিয়েছে।

English summary
BBMP says mire than 3000 people who have tested positive in Bengaluru are untraceable.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X