
অপ্রিয় প্রশ্ন শুনে সাক্ষাৎকার বন্ধ করে রিপোর্টারের মাস্ক খুললেন বিজেপি নেতা, দাবি BBC-র
সম্প্রতি উত্তরপ্রদেশের ডোপুটি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য দেশের অন্যতম পরিচওত সংবাদমাধ্যম BBC-তে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন! বিবিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে সাক্ষাৎকার চলাকালীন হরিদ্বার ধর্ম সংসদে এক সাধুর মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে৷ এই প্রশ্নে স্পষ্টতই ক্ষিপ্ত হয়ে, মাঝপথে সাক্ষাৎকার বন্ধ করেন কেশব মৌর্য। এরপর জোর করে ক্যামেরা বন্ধ করান তিনি, এবং ক্যামেরা বন্ধ হলে রিপোর্টার অনন্ত জানানের কোভিড মাস্কও টেনে খুলে দেন মৌর্য! বিবিসি নামক জনপ্রিয় সংবাদমাধ্যমটির আরও অভিযোগ এখানেই থামেননি মৌর্য, সঙ্গেই ক্যামেরা থেকে ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন ক্রুদের!

বিবিসির দাবি সাক্ষাৎকার চলাকালীন কেশব মৌর্যকে হরিদ্বারের ধর্মীয় সম্মেলনে বিভিন্ন সাধুর পক্ষ থেকে রাখা একাধিক মুসলিম বিরোধী বক্তব্যের বিষয়ে ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের শীর্ষ নেতাদের নীরবতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর কাছে আরও জানতে চাওয়া হয় যে এই ধরনের বিদ্বেষমূলক ঘোষণার বিরুদ্ধে জনগণকে আশ্বস্ত করা বিজেপি নেতাদের উচিত কিনা জানতে চাওয়া হয়!
বিবিসির দাবি এর উত্তরে মৌর্য বলেন আমাদের কিছু প্রমাণ করার দরকার নেই। আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ (সকলের সম্মতিতে সকলের উন্নতি)-এ বিশ্বাস করি। যে কোনও ধর্মীয় নেতাদের অধিকার আছে নিজেদের প্রকাশ। তাও শুধু কেন হিন্দু ধর্মীয় নেতাদের বারবার স্পটলাইটে নিয়ে আসা হয় তা নিয়েও প্রশ্ন তোলেন মৌর্য। তিনি যোগ করেন, কেন শুধু হিন্দু নেতাদের কথা জিজ্ঞেস করছেন? অন্য ধর্মের নেতারা আগে যে সব মম্তব্য করেছেন সেই সম্পর্কে আপনারা কী বলবেন? ৩৭০ ধারা বাতিল হওয়ার আগে কতজনকে জম্মু ও কাশ্মীর ছাড়তে হয়েছিল, আপনি কেন সে সম্পর্কে কথা বলছেন না?
বিবিসির আরও এখানেই থামেননি মৌর্য তিনি সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিটির কাছে আরও জানতে চান, আপনি যখন কোনও প্রশ্ন উত্থাপন করেন, সেগুলি শুধুমাত্র নির্দিষ্ট কোনও একটি দলের জন্য হওয়া উচিত নয়। ধর্ম সংসদ বিজেপির অনুষ্ঠান নয়। এটা ধর্মীয় নেতাদের বিষয়, তাঁরাই এর উত্তর দিতে পারবেন৷ ধর্মগুরুরাই বলতে পারেন তারা কি বিশ্বাস করেন। এটি রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়। দেশে মুসলিম এবং খ্রিস্টান নেতারাও আছেন। তাদের সম্পর্কেও কথা বলুন। বিবিসির দাবি এরপর মৌর্য সাংবাদিককে 'দালাল' বলেও আক্রমণ করেন৷
বিবিসি হিন্দির পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে যে মৌর্য তার কলার মাইক খুলে রাখছে। বিবিসির দাবি এরপর কেশব মৌর্যর দেহরক্ষীরা দুটো ক্যামেরা থেকে জোর করে সব ফুটেজ ডিলিট করেন। যদিও ক্যামেরাপার্সনের চেষ্টায় পরে কার্ড থেকে জটিল উপায়ে সেই ডিলিট হওয়া ভিডিও বিবিসি উদ্ধার করেছে বলে জানানো হয়েছে৷ এরপরই বিবিসির পক্ষ থেকে সর্বভারতীয় বিজেপি সভাপতি, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি, এবং যোগী আদিত্যনাথের কাছে কেশব মৌর্যর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলেও বিবিসির পক্ষ থেকে জানানো হয়৷