For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র দেখল TISS-এর পড়ুয়ারা, ক্যাম্পাসের বাইরে বিক্ষোভে BJYM

গুজরাত দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র কি বুমেরাং হবে বিজেপির কাছে? সেই কারণেই এত ভয়!

  • |
Google Oneindia Bengali News

বাড়ানো হল Tata Institute of Social Sciences (TISS)- এর নিরাপত্তা। নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির বিতর্কিত তথ্যচিত্র দেখানোর কথা TISS-এর ক্যাম্পাসে। কার্যত কতৃপক্ষের নিষেধাজ্ঞা উড়িয়ে তা দেখানো হবে বলে সিদ্ধান্ত ছাত্রদের। আর এরপরেই ক্যাম্পাসের বাইরে উত্তেজনা।

জানা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার (BJYM)-এর তরফে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অবস্থান বিক্ষোভ দেখানো হচ্ছে বলে খবর। আর যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বলে খবর। যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যেই বিশাল পুলিশ

PSF-এর তরফে এই তথ্যচিত্র ক্যাম্পাসে দেখানোর ঘোষণা

PSF-এর তরফে এই তথ্যচিত্র ক্যাম্পাসে দেখানোর ঘোষণা

জানা যাচ্ছে, ছাত্র সংগঠন Progressive Students' Forum (PSF)-এর তরফে এই তথ্যচিত্র ক্যাম্পাসে দেখানোর ঘোষণা করেছে। সরকার ইতিমধ্যে এই তথ্যচিত্রটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রতীকী প্রতিবাদ হিসাবেই ছাত্র সংগঠনের তরফে এই তথ্যচিত্রটি দেখানোর ঘোষণা করা হয়। এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও যেভাবে এই তথ্যচিত্র দেখানো নিয়ে কতৃপক্ষের কু-নজরে ছাত্র সংগঠনগুলি পড়ছে তাঁদের পাশে দাঁড়াতেই নাকি PSF-এর এহেন পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে।

স্পর্শকাতর এই তথ্যচিত্রটি দেখানো হয়েছে

স্পর্শকাতর এই তথ্যচিত্রটি দেখানো হয়েছে

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, জেএনইউ সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্পর্শকাতর এই তথ্যচিত্রটি দেখানো হয়েছে। আর তা দেখা নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় শুক্রবার উত্তাল হয়ে উঠেছিল। এমনকি জেএনইউতে পাথর বৃষ্টির মতো ঘটনা ঘটে। শুধু তাই নয়, তথ্যচিত্র দেখানো নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় জামিয়া বিশ্ববিদ্যালয়েও। আর এরপরেই এসএফআইয়ের তরফে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো হবে বলে ঘোষণা করা হয়। এই ইস্যুতে এসএফআইয়ের পাশে দাঁড়ায় Progressive Students' Forum.

 ডকুমেন্ট্রি দেখানো নিয়ে কড়া TISS

ডকুমেন্ট্রি দেখানো নিয়ে কড়া TISS

যদিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্কিত এই ডকুমেন্ট্রি দেখানো নিয়ে কড়া TISS। কতৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিতর্কিত এই ভিডিও দেখানো যাবে না। এমনকি এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উড়িয়েই কার্যত ওই ডকুমেন্ট্রি ওই ক্যাম্পাসে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্র সংগঠন।

আলিয়া বিশ্ববিদ্যালয়তেও বিতর্কিত এই তথ্যচিত্রটি দেখানো হবে

আলিয়া বিশ্ববিদ্যালয়তেও বিতর্কিত এই তথ্যচিত্রটি দেখানো হবে

অন্যদিকে দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়েও এই তথ্য চিত্রটি দেখানো হবে বলে ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠন। অন্যদিকে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়তেও বিতর্কিত এই তথ্যচিত্রটি দেখানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের দুটি ক্যাম্পাসেই তা দেখানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো হয়েছে। যা ঘিরে অশান্তিও হয়। কিন্তু তথ্যচিত্র দেখানোর বিষয়ে কার্যত একজোট বিজেপি বিরোধী ছাত্র সংগঠনগুলি।

English summary
BBC documentary shown in TISS Mumbai, BJYM protests outside
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X