For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী রাজ্যে লোকসভা ভোট! এই ৭ আসনে লড়াই সহজ নয় বিজেপির

গুজরাতে ২০১৭-তে কংগ্রেসের লড়াই যদি কোনও ইঙ্গিত দিয়ে থাকে। তবে বলা ভাল সৌরাষ্ট্রের সাতটি লোকসভা আসনে এবার বিজেপির লড়াই মোটেও সহজ নয়।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে ২০১৭-তে কংগ্রেসের লড়াই যদি কোনও ইঙ্গিত দিয়ে থাকে। তবে বলা ভাল সৌরাষ্ট্রের সাতটি লোকসভা আসনে এবার বিজেপির লড়াই মোটেও সহজ নয়। সৌরাষ্ট্র বিজেপির গড় বলেই পরিচিত। বিধানসভা নির্বাচনে সৌরাষ্ট্র-কচ্ছ থেকে ৫৪ আসনের মধ্যে কংগ্রেস দখল করেছিল ৩০ টি আসন।

মোদী রাজ্যে লোকসভা ভোট! এই ৭ আসনে লড়াই সহজ নয় বিজেপির

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৮২ আসনের বিধানসভায় ৭৭ টি আসন দখল করেছিল। বিজেপি পেয়েছিল ৯৯ টি আসন। যে ফল ছিল গত ২০ বছরে বিজেপির পক্ষে সব থেকে খারাপ। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে বিরোধীরা কিছুটা রসদ পেয়েছিল। কিন্তু তার আগে ২০১৪-র নির্বাচনে রাজ্যের ২৬ টি আসনের সবকটি দখল করেছিল বিজেপি।

কংগ্রেসের তরফে আশাবাদী, লোকসভা নির্বাচনে তারা সৌরাষ্ট্র এলাকা থেকে আমরেলি, জুনাগড়, বোতাদ এবং সুরেন্দ্রনগর আসন বিজেপির থেকে দখল করতে পারবে। কংগ্রেসের দাবি, সেন্ট্রাল গুজরাতের আনন্দ এবং উত্তর গুজরাতের বনসকাণ্ঠা ও পাটান আসনে ভাল ফল করবে। এছাড়াও দাহোদ, ছোটা উদেপুর এবং সবরকাণ্ঠা আসনও টার্গেটে রয়েছে।

কংগ্রেস মুখপত্র মণীশ দোশী বলেছেন, ২০১৭-র নির্বাচনে সৌরাষ্ট্র থেকে ভাল সমর্থন পেয়েছিলেন তাঁরা। সেইকারণে সেই অঞ্চল তেকে বড় সংখ্যক আসন তারা পেয়েছিলেন। এবার সেই বিষয়টিই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। দাবি করেছেন ওই নেতা। ওই এলাকা থেকে ৪ থেকে ৫ টি আসন তাঁরা পাবেন বলে দাবি করেছেন ওই কংগ্রেস নেতা। এই নেতার আরও দাবি, কংগ্রেস গুজরাতে ১২ থেকে ১৩ টি আসনে জয়লাভ করবে।

২০১৭-র নির্বাচনে কৃষক অসন্তোষ এবং পাতিদার বিক্ষোভের ওপর ভর করে কংগ্রেস আমরেলি সংসদীয় এলাকার পাঁচটির সবকটি আসন দখল করেছিল। পাশাপাশি সুরেন্দ্রনগর এমন একটি লোকসভা আসন যেখানে কৃষক অসন্তোষ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বিজেপির তরফে। কংগ্রেস এই এলাকায় ৫ টি বিধানসভা আসনের মধ্যে চারটিই দখল করেছিল ২০১৭-র নির্বাচনে।

বনসকাণ্ঠা আসনও ছোট এবং প্রান্তিক কৃষ অধ্যুষিত এলাকা। এছাড়াও কংগ্রেসের টার্গেটে রয়েছে পাতিদার ভোট। ২০১৭-র নির্বাচনে ঠাকোর এবং পাতিদাররা কংগ্রেসকে সমর্থন করেছিল। বর্তমানে পাতিদার ও ঠাকোরদের মধ্যে হার্দিক প্যাটেল এবং অল্পেশ ঠাকোরের দুজনই কংগ্রেসে রয়েছেন।

সবরকাণ্ঠা এলাকার মধ্যে ৭ টি বিধানসভা রয়েছে। ২০০৯ পর্যন্ত কংগ্রেস গড় বলে পরিচিত এই এলাকায় বর্তমানে চারটি আসন কংগ্রেসের দখলে রয়েছে।

পাতিদার এবং ঠাকোর অধ্যুষিত পাটান-এ ৭ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেসের দখলে রয়েছে ৩ টি করে আসন।
আনন্দে কংগ্রেস দাঁড় করিয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ভরতসিন সোলাঙ্কিকে। ২০০৯-এর নির্বাচনে তিনি এই আসন থেকে জয়ী হয়েছিলেন। আনন্দে থাকা ৮ টি বিধানসভা কেন্দ্রে মধ্যে কংগ্রেসের দখলে রয়েছে ৫ টি।

এতসব সত্ত্বেও, কংগ্রেসের সমস্যা রয়েছে দলে ভাঙনের। সম্প্রতি ৫ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।
গুজরাতের ২৬ টি লোকসভা আসনের নির্বাচন ২৩ এপ্রিল।

English summary
Battle for BJP in Seven seats in Gujarat may not be a Cakewalk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X