For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজামউদ্দিন দরগায় চলল বসন্ত পঞ্চমীর উৎসব, অনন্য এই রেওয়াজে মাতলেন সকলে

নিজামউদ্দিন দরগায় চলল বসন্ত পঞ্চমীর উৎসব, অনন্য এই রেওয়াজে মাতলেন সকলে

  • |
Google Oneindia Bengali News

বসন্ত পঞ্চমী উপলক্ষ্য়ে নানা প্রান্তই উৎসবের মেজাজ। পশ্চিমবঙ্গে এই মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে , সরস্বতী পুজো উপলক্ষ্য়ে আনন্দো বুঁদ হয়ে থাকে আপামর বাঙালি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে গৃহস্থ সমস্ত জায়গাতেই চলে বাগদেবীর আরাধনা। এমন দিনে, দিল্লির নিজামুদ্দিন দরগাতেও চলল উৎসব। মুসলিম দরগায় এই তিথি পালনের রীতি আবারও প্রমাণ করে, প্রকৃতিকে স্বাগত জানাতে এ দেশে উৎসব পালনে কখনওই পিছপা হয়না। এদেশের ঐক্যের বুনিয়াদ যে কতটা গভীর তা আবারও প্রমাণ করল এই উৎসব।

নিজামউদ্দিন দরগায় চলল বসন্ত পঞ্চমীর উৎসব, অনন্য এই রেওয়াজে মাতলেন সকলে

মূলত, নয়াদিল্লির হজরত নিজামুদ্দিন দরগা. সারা বছর সবুজ রঙের চাদর অর্পণ করা হয়। তবে, এদিন বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে হলুগদ চাদর অর্পণ করা হয়েছে। সারা দিন ধরে দরগা চত্বরে গাওয়া হয়েছে বসন্ত আবাহনের গান। প্রকৃতির রূপকে উদযাপন করে এদেশ যে বিভিন্ন সময়ে সংস্কৃতির আপন রক্ষ মাখতে পারে , তা সদর্পে প্রমাণ করেছে এই দরগার রীতি রেওয়াজ।

শুধু আজ নয়, বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে বহু সুফি দরগাতেই এই উদযাপন চলে। জানা যায়, তেরশো শতক নাগাদ এই রীতি দিল্লিতে প্রথম শুরু করেন আমির খুসরু। যিনি হাজরত নিজামুদ্দিনের শিষ্য ছিলেন।

English summary
Basant panchami festival celebrated in nizamuddin dargah of delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X