For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সাফল্য সেনার! কাশ্মীরের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ জেলাকে 'জঙ্গি মুক্ত' ঘোষণা সেনার

ভারতীয় সেনার জন্য বড় সাফল্য এল বছরের শুরুতেই।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনার জন্য বড় সাফল্য এল বছরের শুরুতেই। জম্মু ও কাশ্মীরের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম বারামুলা জেলাকে এদিন সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হল। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং বৃহস্পতিবার ঘোষণা করে জানান, কাশ্মীরের এই জেলা এখন জঙ্গি মুক্ত।

অপারেশনের পর সেনা মুক্ত

বুধবারই এই জেলায় সেনা-পুলিশের যৌথ অপারেশনে তিনজন লস্কর-ই-তৈবা জঙ্গি নিকেশ হয়েছে। ফলে এই মুহূর্তে এই জেলায় কোনও জঙ্গি নেই বলেই ঘোষণা করা হয়েছে। তারপরই এদিন ডিজিপি বলেন, কাশ্মীরের প্রথম জেলা হিসাবে বারামুলাকে জঙ্গি-মুক্ত ঘোষণা করা হল।

বুধবার এনকাউন্টার

বুধবার এনকাউন্টার

যে তিনজন লস্কর জঙ্গি মারা গিয়েছে তারা হল - সুহায়িব ফারুক আখুন, মহসিন মুস্তাক ভাট এবং নাসি আহমেদ দরজি। তাদের বুধবার বারামুলার বিনার এলাকায় এনকাউন্টার করে নিকেশ করা হয়।

কাশ্মীরে সন্ত্রাসদমনে সাফল্য

কাশ্মীরে সন্ত্রাসদমনে সাফল্য

২০১৮ সালে কাশ্মীরের ২২টি জেলার মধ্যে ১২টিতে সেনা-জঙ্গি অপারেশন চলেছে বছরভর। সবমিলিয়ে ২৫৬জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ১২৭জনকে নিকেশ করা হয়েছে দক্ষিণ কাশ্মীরে। সবচেয়ে বেশি ৪৩জন জঙ্গি সোপিয়ান জেলায় সেনার হাতে নিহত হয়েছে।

English summary
Baramulla, Jammu and Kashmir's first district declared terrorist-free
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X