For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে ফের রুদ্ধশ্বাস এনকাউন্টার! নিকেশ ১ জঙ্গি, রক্তাক্ত বারামুলা

কাশ্মীরের বুক থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। থমথমেভাব কাটিয়ে ফের একবার স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যায় ভূস্বর্গ।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের বুক থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। থমথমেভাব কাটিয়ে ফের একবার স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যায় ভূস্বর্গ। তবে এরই মধ্যে ফের একবার গোলা বারুদে রক্তাক্ত হয়েছে উপত্যকা। এদিন নিরাপত্তাবাহিনির এক এনকাউন্টারে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে।

কাশ্মীরে ফের রুদ্ধশ্বাস এনকাউন্টার! নিকেশ ১ জঙ্গি, রক্তাক্ত বারামুলা

রুদ্ধশ্বাস এই এনকাউন্টার ঘটে কাশ্মীরের বারামূলায়। যে ঘটনায় শহিদ হন এক এক স্পেশ্যাল পুলিশ অফিসার। জানা যায়, বারামুলায় এক আশ্রয়ে ছিল ২ থেকে ৩ জন জঙ্গি। সেখবর জানতে পেরে পৌঁছে যায় সেনা। সঙ্গে ছিলেন পুলিশের কর্তারাও। এরপরই শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। ক্রমাগত জঙ্গিরা গুলি করতে থাকায়, পাল্টা গুলি চালাতে বাধ্য হয় সেনাও।

[আরও পড়ুন: ৪৪ বছরের পুরনো যুদ্ধ বিমান কেন চালাব? রাজনাথের সামনেই প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান][আরও পড়ুন: ৪৪ বছরের পুরনো যুদ্ধ বিমান কেন চালাব? রাজনাথের সামনেই প্রশ্ন তুললেন বায়ুসেনা প্রধান]

এরপরই নিকেশ করা হয় এক জঙ্গিকে। দুই তরফের ব্যাপক গুলি বর্ষণ হয়েছে বলে খবরষ গতকাল বিকেল ৫ টা থেকে চলা এই এনকাউন্টার এদিন শেষ হয়। জানা গিয়েছে , ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ হাতিয়ার। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

English summary
Baramulla encounter,One terrorist killed By army in Ecounter.One Special Police Officer (SPO) also lost his life in the encounter, which has concluded now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X