For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা আইনজীবীদের জন্য পোশাক বিধি লাগু করার দাবি

ইন্দোর বার অ্যাসোসিয়েশনের বক্তব্য, মহিলা আইনজীবীরা বা শিক্ষানবিশরা যেরকম পোশাক পড়ে আসেন আদালত চত্বরের মধ্যে, তা নিয়ে খুশি নয় অ্যাসোসিয়েশন।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার মহিলাদের পোশাক নিয়ে বিতর্ক। এবার বিতর্ক উঠেছে ইন্দোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে। ইন্দোর বার অ্যাসোসিয়েশনের বক্তব্য , মহিলা আইনজীবীরা বা শিক্ষানবিশরা যেরকম পোশাক পড়ে আসেন আদালত চত্বরের মধ্যে , তা নিয়ে খুশি নয় অ্যাসোসিয়েশন।

পোশাক বিতর্ককে সামনে রেখে মহিলা আইনজীবীদের ড্রেস কোড বা পোশাক বিধি নির্ধারনের দাবি তোলে বার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, মহিলাদের যে পোশাক নিয়ে বিরক্ত বার অ্যাসোসিয়েশন, তা হল জিনস। ফলে জিনস পরে কোনও মহিলা আইনজীবী আদালত চত্বরে ঢুকতে পারবেন না। এমনই দাবি তোলা হচ্ছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

মহিলা আইনজীবীদের জন্য পোশাক বিধি লাগু করার দাবি

বার অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, মহিলা আইনজীবীরা অশালীন পোশাক পরার জন্য আদালত চত্বরের পরিবেশ নষ্ট হচ্ছে। এর জন্য আদালতের ভিতরে অমকে সময় মহিলা আইনজীবীদের উদ্দেশ্য করে কটুক্তি করছে অপরাধীরা। ফলে তার প্রভাব পড়ছে আদালতের পরিবেশে।

মধ্যপ্রদেশ হাইকোর্টে প্রায় ২০ শতাংস মহিলা কাজ করেন। এঁদের ওপর আদৌ পোশাকের জন্য নির্দিষ্ট বিধি লাগু হবে কী না তাই এখন দেখা যাক। তবে আপাতত বিষয়টি নিয়ে বার কাউন্সিলের কাছে আবেদন জানানো হয়েছে। এমনটাই জানিয়েছেন ইন্দোর হাইকোর্টের প্রিন্সপাল রেজিস্টার ।

English summary
The Indore high court Bar Association is upset with the way young women lawyers and interns are dressed and has asked the principal registrar of MP high court's Indore bench to issue an advisory on the dress code. And yes, jeans are out.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X