For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজপথে ছুটছে উবার, ওলা-র ট্যাক্সি !

Google Oneindia Bengali News

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজপথে ছুটছে উবার, ওলা-র ট্যাক্সি !
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : দিল্লি ক্যাব ধর্ষণ কাণ্ডের জেরে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজধানীর রাজপথে অবাধে চলছে উবার, ওলা, ট্যাক্সি ফর সিওর-এর মতে বেসরকারি ট্য়াক্সি পরিষেবাগুলি। ধর্ষণের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইন ট্যাক্সি কোম্পানি উবারের নিয়োগ করা অভিযুক্ত চালককেও গ্রেফতার করা হয়েছে। যদিও এখনও বহাল এই সংস্থার ওয়েব অ্যাপটি।

রবিবার উবার ক্যাবের অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। এরপর সোমবার দিল্লির পরিবহন দফতরের তরফে উবার ট্য়াক্সি পরিষেবাকে দিল্লিতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এর পর রাজপথ থেকে ওলা ক্যাব, ট্য়াক্সি ফর সিওর, এবং ট্য়াক্সিপিক্সিকেও বন্ধ করার কথা ভাষা হয়। কিন্তু তাতে আদতে কোনও লাভ হয়নি। উবার, ওলা, ট্যাক্সি ফর সিওর এখনও তাদের অ্যাপস-এর সাহায্যে যাত্রীদের বুকিং নিচ্ছে।

দিল্লি পরিবহন দফতরের এক আধিকারিকের কথায়, অ্যাপসের সাহায্যে এই ধরণের সংস্থাগুলি তাদের সম্পূর্ণ কার্যবিধি চালানোয় সমস্যা দেখা দিচ্ছে। কীভাবে এই নির্দেশিকা বাস্তবায়ন করা যায় তা নিয়ে এখনও দ্বন্দ্বে রয়েছে সরকার। সাধারণ মানুষকেও এই ধরণের ট্যাক্সি পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। যদি তা না হয় কোনও নির্দেশিকা এনে এই ধরণের পরিষেবা বন্ধ করা সম্ভব নয় বলেই আশঙ্কা পরিবহন দফতরের একাংশের।

English summary
Uber, Ola and TaxiForSure cabs on Delhi's roads despite ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X