For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘এপ্রিল ফুল’-এর কোপে ‘হলিডে’ দোসরায়, জেনে নিন কোন অফিস খোলা, ছুটিই বা কাদের

এবার এপ্রিল ফুলের কোপে পড়ছে দেশের সমস্ত ব্যাঙ্ক। ‘এপ্রিল ফুলে’র ছুটি তো যাচ্ছেই, তার পরদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১ এপ্রিল রবিবার পড়ায় যত বিপত্তির সূত্রপাত।

  • |
Google Oneindia Bengali News

এবার এপ্রিল ফুলের কোপে পড়ছে দেশের সমস্ত ব্যাঙ্ক। 'এপ্রিল ফুলে'র ছুটি তো যাচ্ছেই, তার পরদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১ এপ্রিল রবিবার পড়ায় যত বিপত্তির সূত্রপাত। সেই কারণেই কেন্দ্রীয় সরকার পাবলিক হলিডে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রতি বছর ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এবার বন্ধ থাকবে ২ এপ্রিল।

‘এপ্রিল ফুল’-এর কোপে ‘হলিডে’ দোসরায়, বন্ধ ব্যাঙ্ক

কেন্দ্রীয় সরকার পাবলিক হলিডে ঘোষণা করলেও, রাজ্য সরকার কিন্তু তা মানছে না। ফলে রাজ্য সরকারের সমস্ত অফিস, স্কুল-কলেজ ২ এপ্রিল খোলা থাকবে। শুধু বন্ধ থাকবে ব্যাঙ্ক। ওইদিন দেশের সমস্ত ব্যাঙ্কেই গ্রাহক পরিষেবা বন্ধ থাকছে। এবার এনআই অ্যাক্টে ১ এপ্রিলের ছুটি পিছিয়ে ২ এপ্রিল চলে গিয়েছে।

রাজ্য সরকার যথারীতি কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়ে দিয়েছে, তারা পাবলিক হলিডে মানছেন না। রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে রাজ্যের সমস্ত অফিস-আদালত, ট্রেজারি খোলা থাকবে ২ এপ্রিল।

শুধু ব্যাঙ্ক বন্ধ থাকায় গ্রাহকরা একটু সমস্যায় পড়বেন। এক্ষেত্রে টানা তিনদিন ব্যাঙ্ক ছুটি থাকছে। ফলে খানিক সমস্যায় পড়বেন গ্রাহকরা। শুক্রবারের পরে একবারে মঙ্গলবার ব্যাঙ্ক খুলবে। তবেই পরিষেবা মিলবে গ্রাহকদের।

English summary
Bank will be closed on 2nd April all over India because 1st April is Sunday. Central Government announces public holiday on 2 April.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X