For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের শুরুতেই ১৬ দিন বন্ধ ব্যাঙ্ক, জানুয়ারি মাসে ব্যাঙ্ক বন্ধের দিনগুলি জেনে নিন

বছরের শুরুতেই ১৬ দিন বন্ধ ব্যাঙ্ক, জানুয়ারি মাসে ব্যাঙ্ক বন্ধের দিনগুলি জেনে নিন

Google Oneindia Bengali News

বছরের শুরুতেই অর্ধেক মাসের বেশি দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। অনেকেই হয়তো বছরের শুরুতেই একাধিক কাজ করবেন বলে ফেলে রেখেছেন। ১৬ িদন ব্যাঙ্ক বন্ধ থাকলে ধাক্কা খাবে গ্রাহক পরিষেবা। কাজেই একবার দেখে নিন কোন কোনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

নতুন বছরের উৎসব

নতুন বছরের উৎসব

ইতিমধ্যেই বর্ষবরণের উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। শনিবার ক্রিসমাস থাকায় ছুটির দিনের মধ্যেই পড়ে গিয়েছে বড়দিন। কাজেই পর পর ২ দিন বন্ধ ব্যাঙ্ক। বছরের শেষের মত বছরের শুরুতেই একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নতুন বছরের প্রথম মাস জানুয়ারির ছুটির তালিকা প্রকাশ করেছে ব্যাঙ্কগুলি। তাতেই দেখা গিয়েছে প্রথম মাসেই অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। কারণ এই ১৬ দিন থাকছে ছুটি।

কতদিন বন্ধ ব্যাঙ্ক

কতদিন বন্ধ ব্যাঙ্ক

জানা গিয়েছে জানুয়ারি মাসের প্রায় অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েব সাইটে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে সারা দেশে ১৬দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি ছাড়াও রাজ্য ভিত্তিতে স্থানীয় ছুটিও রয়েছে। কাজেই সব রাজ্য ভিত্তিক ছুটির তালিকা মিলিয়ে প্রায় ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। কাজই এখন থেকেই ছুটির তালিকা দেখে নিয়ে নিজেদের কাজ গুছিয়ে রাখুন। ব্যাঙ্কের কাজ ফেলে রাখলেই দেরি হয়ে যাবে।

ব্যাঙ্কের ছুটির তালিকা

ব্যাঙ্কের ছুটির তালিকা

বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। আইজল, িশলং, চেন্নাই এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপরে ৩ জানুয়ারি নতুন বছরের উৎযাপন বা লাসুং উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে আইজল ও গ্যাংটকে। ৪ জানুয়ারিও ব্যাঙ্ক বন্ধ থাকবে গ্যাংটকে লাসুং পরবের জন্য। এরপর ১১ জানুয়ারি প্রকৌশল দিবস উপলক্ষ্যে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ জানুয়ারি স্বামী বিবেকান্দের জন্মদিবস উপলক্ষ্যে ব্যাঙ্কে ছুটি থাকবে কলকাতায় সহ পশ্চিমবঙ্গে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি ও পোঙ্গল উপলক্ষ্যে অধিকাংশ রাজ্যেই বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। ১৮ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে থাইপুসম উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে উত্তর পূর্বের একাধিক রাজ্যে। তারপরে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেই সঙ্গে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি যোগ হচ্ছেই। এছাড়া সাপ্তাহিক ছুটি রবিবারের দিন তো রয়েইছে।

কাজ গুছিয়ে রাখুন

কাজ গুছিয়ে রাখুন

নতুন বছরের শুরুতেই যে কাজগুলি করবেন বলে ভেবে রেখেছেন তার মধ্যে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত সেরে ফেলুন। কারণ এতে দ্রুত কাজ শেষ করে নিতে হবেষ কাজ ফেলে রাখলে হবে না। ডিসেম্বর মাসেও ব্যাঙ্ক ধর্মঘটের কারণে বেশ কয়েকদিন ব্যহত হয়েছিল ব্যাঙ্কিং পরিষেবা। এমনকী এটিএম পরিষেবাও ব্যাহত হয়েছিল। একাধিক ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিল ব্যাঙ্কের কর্মচারী সংগঠনগুলি।

English summary
Bank Holiday's list in January 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X