For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ দুর্গাপুজোর আগেই ব্যাঙ্ক বন্ধ থাকছে টানা ৪ দিন! দুর্ভোগের আশঙ্কা বাড়ছে

প্রসঙ্গ , ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদ। আর তার জন্য আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর দেশ জুড়ে প্রতিবাদে সামিল হতে চলেছে বিভিন্ন ব্য়াঙ্ক সংগঠন।

  • |
Google Oneindia Bengali News

প্রসঙ্গ , ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদ। আর তার জন্য আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর দেশ জুড়ে প্রতিবাদে সামিল হতে চলেছে বিভিন্ন ব্য়াঙ্ক সংগঠন। আর দুর্গাপুজোর আগে, এই দুই দিনের সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাঙ্কের সাধারম ছুটির আরও দুটি দিন। সব মিলিয়ে সাধারণ মানুষের সমস্যা বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

পুজোর আগে বন্ধ ব্যাঙ্ক

পুজোর আগে বন্ধ ব্যাঙ্ক

পুজোর আগে , সেপ্টেম্বর মাসের ২৬ ২৭ সেপ্টেম্বর বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। ২৬ তারিখ বৃহস্পতিবার , আর ২৭ তারিখ শুক্রবার। এই দুটি দিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক। আর তার সঙ্গে যোগ হচ্ছে ২৮ তারিখ শনি ও ২৯ তারিখ রবিবার। প্রসঙ্গত, মাসের চতুর্থ শনিবার ও ২৮ তারিখ মহালয়া বলে ব্যাঙ্কের ছুটি থাকবে। আর রবিবারও রয়েছে সাধারণ ছুটি। ফলে দুর্গাপুজোর আগে টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা রয়েছে।

 পুজোর আগে দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ!

পুজোর আগে দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ!

দু'দিন টানা ব্য়াঙ্ক বন্ধ থাকার ফলে এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে। এমনই আশঙ্কা উঠে আসছে। দেশব্যাপী এই ধর্মঘটের জেরে উৎসবের মরশুমের আগে সাধারাণ মানুষের নাভিশ্বাস উঠতে পারে বলেও রয়ে গিয়েছে আশঙ্কা।

সংযুক্তিকরনের আওতায় না থাকা ব্য়াঙ্কও থাকবে ধর্মঘটের মধ্যে

সংযুক্তিকরনের আওতায় না থাকা ব্য়াঙ্কও থাকবে ধর্মঘটের মধ্যে

এই ধর্মঘটের আওতায় পড়ছে এসবিআইয়ের মতো ব্য়াঙ্কও। যদিও দেশব্যাপী সংযুক্তিকরণের আওতায় থাকছে না এসবিআই। মূলত, গোটা দেশ থেকে এআইবিওসি, এআইবিওএ, আইএনবিওসি ছাড়াও এনওবিও সংগঠনগুলির ডাকে এই বনধ ডাকা হয়েছে।

<strong>[ সিপিএম সুয়োরানি! বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের ৪ জেনারেশন তৈরি, বার্তা মমতার]</strong>[ সিপিএম সুয়োরানি! বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের ৪ জেনারেশন তৈরি, বার্তা মমতার]

[সোনমের ছবি 'জোয়া ফ্যাক্টর' এর ট্রেলার দেখে উচ্ছ্বসিত সচিন! টুইটে কী জানালেন ক্রিকেট তারকা ][সোনমের ছবি 'জোয়া ফ্যাক্টর' এর ট্রেলার দেখে উচ্ছ্বসিত সচিন! টুইটে কী জানালেন ক্রিকেট তারকা ]

English summary
Bank strike before Durga Puja 2019, know the dates .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X