For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বছরে ভারতে ব্যাঙ্ক জালিয়াতিতে গায়েব ৪১ হাজার কোটি টাকা, রিপোর্ট আরবিআই এর

এক বছরে ব্যাঙ্ক জালিয়াতিতে গায়েব হয়ে গিয়েছে ৪১ হাজার ১৬৭ কোটি টাকা।

  • |
Google Oneindia Bengali News

একেরপর এক কেলেঙ্কারিতে জড়িয়ে ভারতের ব্যাঙ্কিং সেক্টর কার্যত ধুঁকছে। এক বছরে ব্যাঙ্ক জালিয়াতিতে গায়েব হয়ে গিয়েছে ৪১ হাজার ১৬৭ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষের এমনই চমক দেওয়া রিপোর্ট পেশ করেছে আরবিআই। আগের অর্থবর্ষের চেয়ে ৭২ শতাংশ হারে জালিয়াতির ঘটনা বেড়েছে বলে রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে।

আরবিআই রিপোর্ট

আরবিআই রিপোর্ট

২০১৬-১৭ সালে ব্যাঙ্ক জালিয়াতিতে গায়েব হয়েছিল ২৯ হাজার ৯৩৩ কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে, পরের অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৪১ হাজার ১৬৭ কোটি টাকা।

কত জালিয়াতি এক বছরে

কত জালিয়াতি এক বছরে

আরবিআই রিপোর্ট মোতাবেক, ২০১৭-১৮ অর্থবর্ষে ৫৯১৭টি জালিয়াতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫২৬টি বড় ঘটনা। ২০৫৯টি সাইবার অপরাধের ঘটনা।

কীভাবে জালিয়াতি

কীভাবে জালিয়াতি

অফ-ব্যালান্স শিট অপারেশনস, ফরেন এক্সচেঞ্জ ট্র্যানজাকশনস, ডিপোজিট অ্যাকাউন্টস, সাইবার অ্যাক্টিভিটির ঘটনা বেশি করে ঘটেছে বলে জানিয়েছে আরবিআই রিপোর্ট।

কোথায় জালিয়াতি

কোথায় জালিয়াতি

পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে জালিয়াতির ঘটনা ঘটেছে ৯৪ শতাংশ হারে। বাকী ছয় শতাংশ জালিয়াতি হয়েছে বেসরকারি ব্যাঙ্কে। এর মধ্যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতির ঘটনা রয়েছে। যা জালিয়াতির পরিমাণকে বাড়িয়ে দিয়েছে।

কী বলছে রিপোর্ট

কী বলছে রিপোর্ট

প্রসঙ্গত, আরবিআই-এর সাম্প্রতিকতম রেকর্ড বলছে, ২০১৫ সাল থেকে ধরলে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে শেষ কয়েক বছরে। ২০১৫-১৮ সালের মধ্যে বছরে যথাক্রমে ৪৬৯৩টি, ৫৯১৭টি ও ৩৪১৬টি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে।

English summary
Bank frauds rise over 72 per cent to Rs 41,167 crore in 2017-18, says RBI report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X