For Quick Alerts
For Daily Alerts

১৬ মার্চ থেকে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘট
কলকাতা, ১৮ ডিসেম্বর: আবার লাগাতার ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মচারী ও অফিসারদের ন'টি ইউনিয়ন। ১৬ মার্চ থেকে এই ধর্মঘট হবে। তার আগে জানুয়ারিতে প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দু'দফায়।
বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে এর আগে ১২ নভেম্বর সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছিল। তার পর ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বরও ধর্মঘট হয়েছে। অভিযোগ, এর পরও সরকারের টনক নড়েনি। তাই এ বার কড়া অবস্থান নিচ্ছে ইউনিয়নগুলি।

৭ জানুয়ারি সারা দেশে ধর্মঘট হবে। রাষ্ট্রায়ত্ত ছাড়াও বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কের কর্মীরা এতে অংশ নেবেন। তার পর ২১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ধর্মঘট পালিত হবে। তাতেও যদি বেতন না বাড়ে, তা হলে ১৬ মার্চ থেকে লাগাতার ধর্মঘটের পথে হাঁটবেন ব্যাঙ্ক কর্মচারীরা।
Comments
English summary
Bank employees to go on indefinite strike from March 16
Story first published: Thursday, December 18, 2014, 16:27 [IST]