গ্রাহকদের জন্য সুখবর, এবার এটিএম গুলিতে দুহাজারের থেকে বেশি মিলছে পাঁচশোর নোট
২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করল কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত বছর একটি তথ্যের অধিকার সংক্রান্ত আইন বা আরটিআইয়ের প্রতিক্রিয়ায় জানায়, তারা ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকের এটিএম গুলিতেও দুহাজেরের নোটের বদলে বেশি মিলছে পাঁচশোর নোট। সূত্রের খবর, যদিও অর্থমন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি, তবুও ব্যাংকগুলি তাদের গ্রাহকদের সুবিধার্থে কম অঙ্কের নোট বিতরণ করা শুরু করেছে।

উচ্চ মূল্যের মূদ্রা জমা রাখার প্রবণতা রুখতেই এই পদক্ষেপ
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলি তাদের শাখাগুলিকে অবিলম্বে এটিএম ও ক্যাশ রিসাইক্লারস-এ ২০০০ এর নোট না ভরার পরামর্শ দিয়েছে। উচ্চমূল্যের মূদ্রা জমা রাখার প্রবণতা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। উল্লেখ্য এর আগেও কালোটাকা কমাতে ২০১৬ সালেও কেন্দ্রীয় সরকারের তরফে ১০০০ টাকা ও ৫০০ টাকার নোটের উপর বিমুদ্রাকরণ করা হয়েছিল।

উল্লেখযোগ্য ভাবে কমেছে ২০০০ এর নোটের মুদ্রণ
অন্যদিকে, আরটিআইয়ের জবাবে রিজার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়া জানায় ২০১৬-১৭ অর্থবর্ষে ২০০০ টাকার মোট ৩,৫৪২.৯৯১ মিলিয়ন নোট মুদ্রিত হয়েছিল, ২০১৭-১৭ অর্থবর্ষে সেই মুদ্রণের পরিমান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে মোট উৎপাদিত হয়েছিল ১১১.৫০৭ মিলিয়ন নোট। ২০১৮-১৯ এ সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র ৪৬.৬৯০ মিলিয়নে।

১লা মার্চ থেকে এটিএমগুলিতে নিষ্ক্রিয় হবে ২০০০ এর নোট, ব্যবহার অব্যাহত থাকবে ব্যাংকের শাখায়
ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং ডিভিশনের গত ১৭ ফেব্রুয়ারি জারি হওয়া সার্কুলার অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে সমস্ত এটিএম ও ক্যাশ রিসাইক্লারস-এ ২০০০ টাকার নোট নিষ্ক্রিয় করা হবে। তবে ব্যাঙ্কের শাখাগুলিতে এই নোটের আদানপ্রদান অব্যাহত থাকবে বলে জানা যাচ্ছে।