ভারতে জঙ্গি কার্যকলাপ বাড়াচ্ছে জামাত-উল-মুজাহিদিন! প্রতিরোধের উপায় জানিয়ে সতর্কবার্তা এনআইএ-র
ভারতে জঙ্গি কার্যকলাপ বাড়াচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন। ইতিমধ্যেই তারা তাদের অস্তিত্ব জাহির করেছে বিহার, কর্নাটক, কেরল এবং মহারাষ্ট্রে। ভারতে জামাত-উল-মুজাহিদিনের কার্যকলাপ সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন এনআইএ-র ডিরেক্টর জেনারেল যোগেশচন্দ্র মোদী। এদিন তিনি বলেছেন, ওই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছদ্মবেশে কার্য কলাপ চালিয়ে যাচ্ছে। সোমবার নয়াদিল্লিতে এনআইএ-র প্রধান এটিএস এবং এসটিএফ প্রধানদের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।

ভারতে ছড়িয়ে পড়েছে ২৫ জামাত জঙ্গি
ওয়াইসি মোদী অসম মেঘালয় ক্যাডারের ১৯৮৪ ব্যাচের আইপিএস। তিনি এদিন বলেন, ২৫ জন মোস্ট ওয়ান্টেড জামাত জঙ্গি ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। এইসব জঙ্গিদের খুঁজে বের করতে রাজ্যগুলিকে সবরকম সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নয়াদিল্লিতে এটিএস এবং এসটিএফ প্রধানদের বৈঠক
দেশব্যাপী অ্যান্টি টেরর গ্রিড গড়ে তুলতে নয়া দিল্লিতে শুরু হয়েছে এটিএস এবং এসটিএফ প্রধানদের বৈঠক। দুদিনের এই বৈঠকের আয়োজন করেছে এনআইএ। জঙ্গিদের বিরুদ্ধে কীভাবে আরও ভালভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই সম্পর্কেও বলেন ওয়াইসি মোদী।

এনআইএ-র প্রশংসায় অজিত দোভাল
অনুষ্ঠানে ভাষণ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযানে সাধারণ কৌশল গড়ে তোলার কথা বলেন তিনি। দেশে জঙ্গিদের বিরুদ্ধে কাজে এনআইএ-র প্রশংসা করেন অজিত দোভাল।

বাংলাদেশে জামাত-উল-মুজাহিদিন
ঢাকার কাছে পালামপুরে ১৯৯৮ সালে জামাত-উল-মুজাহিদিন-এর প্রতিষ্ঠা করেছিলেন শেখ আবদুর রহমান। ২০০৫ সালে বাংলাদেশ সরকার এই সংগঠনকে নিষিদ্ধা ঘোষণা করে। রহমান এবং অপর শীর্ষ জামাত-উল-মুজাহিদিন নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে ফাঁসি দেওয়া হয় ২০০৭ সালে। ঢাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনের অফিস জামাত-উল-মুজাহিদিনকে অর্থ সাহায্যে যুক্ত। তারার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ এবং অসমে জাল নোট পাচার করে থাকে।
[ ফের মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনার পারদ চড়ালেন রাজন]
[মমতার পর মোদী! মহাবলীপুরমে কবিতা লিখে প্রধানমন্ত্রী কোন বার্তা দিলেন ]